ব্রাহ্মণপাড়ায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Published : Monday, 18 January, 2021 at 12:00 AM
ইসমাইল
নয়ন ॥ কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার মিরপুর, বড়ধুশিয়া ও
উত্তর চান্দলা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ব্যবসার
অভিযোগে মনিরুল ইসলাম আপন (২২), আবুল হাসেম (৫৯), খাইরুল ইসলাম (২৪) এবং
মোঃ আবু তাহের (২৫) কে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। এসময় পুলিশ তল্লাশি
চালিয়ে তাদের কাছ থেকে ২৪ কেজি গাঁজা ও ৩১৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার
করেছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া থানার এসআই শফিকুল
ইসলাম, এএসআই মতিউর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ শনিবার
(১৬ জানুয়ারি) উপজেলার মাধাব পুর ইউনিয়নের মিরপুর এলাকায় অভিযান পরিচালনা
করেন। এক পর্যায়ে পুলিশ ওই এলাকার মিরপুর মোড় থেকে বুড়িচং উপজেলার আনন্দপুর
(কবিরাজ বাড়ি) এর সাব মিয়ার ছেলে মনিরুল ইসলাম আপন (২২) কে মাদক ব্যবসার
অভিযোগে গ্রেফতার করেন। এসময় পুলিশ তার কাদে থাকা স্কুল ব্যাগ তল্লাশি করে
ব্যাগের ভিতর থেকে ভারতীয় মাদকদ্রব্য ২ কেজি গাঁজা উদ্ধার করেন।
অন্যদিকে
একই দিনে থানার এসআই মোঃ আনোয়ার হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স
সহ উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিা এলাকায় অভিযান পরিচালানা করেন। এসময়
পুলিশ বড়ধুশিয়া বাযতুল্লা জামে মসজিদ সংলগ্ন কুমিল্লা-মিরপুর সড়কের উপর
থেকে মাদক ব্যবসার অভিযোগে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বেগমাবাদ
এলাকার মৃত আঃ মজিদের ছেলে আবুল হাসেম (৫৯) কে গ্রেফতার করেন। এসময় পুলিশ
তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩১৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছেন।
এদিকে
রবিবার (১৭ জানুয়ারি) সকালে থানার এসআই জীবন কৃষ্ণ মজুমদার একই মাধ্যমে
সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স সহ উপজেলার শশীদল ইউনিয়নের সেনের বাজার এলাকায়
অভিযান পরিচালনা করে। এসময় একই ইউনিয়নের উত্তর তেতাভূমি গ্রামের আলী
হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী খোরশেদ আলম ওরফে বোবা খোরশেদ (৪৭) পুলিশের
উপস্থিতি টের পেয়ে ওই বাজারের ইমন টেলিকম এর পেছলে বস্তা ভর্তি ভারতীয়
মাদকদ্রব্য ১৮ কেজি গাঁজা ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ উল্যেখিত মাদকদ্রব্য
গাঁজা উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে আসে।
এছাড়াও, এসআই আনোয়ার হোসেন
সঙ্গীয় ফোর্স শুক্রবার (১৫জানুয়ারি) উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর
চান্দলা এলাকায় অভিযান পরিচালনা করেন। এক পর্যায়ে পুলিশ ওই গ্রামের
ভাঙ্গাব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা শশীদল ইউনিয়নের
নাগাইশ গ্রামের মুরাদ বাড়ির শহিদ সর্দারের ছেলে মোঃ খায়রুল ইসলাম (২৪) এবং
একই গ্রামের দক্ষিণ মুরাদ বাড়ীর আমির হোসেনের ছেলে মোঃ আবু তাহের (২৫) কে
গ্রেফতার করেন। এসময় পুলিশ তল্লাশি চালিয়ে তাদের উভয়ের কাছ থেকে ৪ কেজি
গাঁজা উদ্ধার করেন।
পলাতক আসামি খোরশেদ আলম ওরফে বোবা খোরশেদ সহ
গ্রেফতারকৃত আসামীদের বিরোদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে এবং তাদের
আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এব্যপারে থানা অফিসার ইনচার্জ কাজী
নাজমুল হাসান সত্যতা নিশ্চিত করেছেন। এসময় তিনি বলেন, পলাতক আসামীদের
গ্রেফতারের জন্য পুলিশ তদপর রয়েছে। এছাড়াও মাদকের বিরোদ্ধে আমাদের এই
অভিযান অব্যাহত রয়েছে।