চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ভোটগ্রহণের দিন নির্বাচনী
এলাকায় সাধারণ ছুটি থাকছে না। এদিন সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত
প্রতিষ্ঠানের কার্যক্রম চলবে। তবে যেসব প্রতিষ্ঠান ভোটকেন্দ্র হিসেবে
ব্যবহৃত হবে, সেগুলো বন্ধ থাকবে। একইসাথে কর্মক্ষেত্রে যাতায়াতের
সুবিধার্থে অন্যান্য দিনের মতো যানবাহনও চলবে।
শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো.
আলমগীর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে
মতবিনিময়কালে এসব তথ্য জানান।
ইসি সচিব বলেন, ‘আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণের
দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি থাকবে না। গাড়ি চলাচল ও অফিস-আদালত
যথারীতি চলবে। তবে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে কোনো ভোটার থাকলে
তাদের ভোট দেয়ার সুযোগ দিতে হবে।’
মো. আলমগীর আরও বলেন, ‘ইভিএমের মাধ্যমে ভোট হলে জালিয়াতি করার সুযোগ
থাকে না। ভোটবাক্স ছিনতাইয়েরও সুযোগ থাকে না। ডিজিটাল যুগে প্রবেশ করেছি
বলে ইভিএম ব্যবহার করছি, বিষয়টি এমন নয়। দুষ্ট লোকেরা যাতে কোনো সমস্যা
করতে না পারে এবং সুন্দরভাবে ভোট সম্পন্ন করা যায়, সে জন্যই ইভিএম ব্যবহার
করা। ইভিএম হলো একটি বাড়তি সুযোগ।’
এ সময় ভোট গ্রহণ কর্মকর্তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে ও গুরুত্বের সঙ্গে পালনের আহ্বান জানান মো. আলমগীর।
রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, ‘নির্বাচনে ভোটগ্রহণের দিন
যেসব প্রতিষ্ঠান ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে, শুধু সেগুলো বন্ধ থাকবে।
এছাড়া অন্যান্য অফিস চালু থাকবে। মানুষ যাতে নিজ নিজ কর্মস্থলে যাতায়াত
করতে কোনো অসুবিধায় না পড়ে, সেজন্য যান চলাচলেও কোনো বিধিনিষেধ থাকছে না।’
চসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামানের
সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের আইডিই প্রকল্প
পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাসেম মো. ফজলুল কাদের ও নির্বাচন
কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহম্মদ খান। এ সময় জেলা সিনিয়র নির্বাচন
কর্মকর্তা আতাউর রহমান, অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা বশির আহমদসহ চট্টগ্রাম
নির্বাচন কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।