ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কোরআনে হাফেজ সন্তানরা পিতা মাতার গৌরব, তারা পরকালে বেহেস্তে নিতে সাহায্য করবে.... আব্দুল মতিন খসরু
সৌরভ মাহমুদ হারুন
Published : Sunday, 24 January, 2021 at 4:36 PM
কোরআনে হাফেজ  সন্তানরা  পিতা মাতার  গৌরব, তারা পরকালে বেহেস্তে নিতে সাহায্য করবে.... আব্দুল মতিন খসরু যারা পবিত্র কোরআনের হাফেজ তারা পিতা-মাতার
একজন দ্বীনদার সৎ নেককার সন্তান হিসেবে
বিবেচিত। এমন সন্তান প্রতিটি মা বাবার
জন্য গৌরব ও অহংকারের বিষয়।কোরআনে হাফেজ সন্তানরা পিতা মাতার গৌরব তারা পরকালে বেহেস্তে নিতে সাহায্য করবে।  রোজ কেয়ামতের
দিন হাফেজদের আল্লাহ্ তাদেরকে নিজ হাতে
সম্মানিত করবেন। তাই কোরআন তেলাওয়াতের
মত একটি মহৎ প্রতিযোগিতার
আয়োজকদেরকে সাধুবাদ জানাই।
উপরোক্ত কথাগুলো বলেন- সাবেক আইন বিচার ও
সংসদ বিষয়ক মন্ত্রী কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য  অ্যাডভোকেট  আবদুল মতিন খসরু ।
 শনিবার বিকালে  কুমিল্লার  বুড়িচংউপজেলার রাজাপুর ইউনিয়ন এর  বারেশ্বরে মুন ইন্টারন্যাশনাল কর্তৃক
আয়োজিত বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব
আবদুল মতিন সরকারের সভাপতিত্বে বারেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত
পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার
ফাইনাল রাউন্ডে প্রধান অতিথির বক্তব্যে এ
কথাগুলো বলেন। এতে বিশেষ অতিথি হিসেবে
বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা আওয়ামীলীগের
সভাপতি সাবেক পিপি অ্যাডভোকেট.আবুল হাশেম
খান, বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক
হায়দার, বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার
মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন, সহকারি
কমিশনার (ভূমি) তাহমিদা আক্তার, বুড়িচং
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক
মো. মশিউর রহমান খান, বুড়িচং থানার
অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক
(পিপিএম) , ব্রাহ্মণপাড়া থানার অফিসার
ইনচার্জা কাজী মোঃ নাজমুল হক, রাজাপুর ইউপি
চেয়ারম্যান মো.গোলাম  মোস্তফা,রাজাপুর ইউপি আওয়ামীলীগ সেক্রেটারি মোঃ পারভেজ খান, পীর যাত্রাপুর ইউনিয়ন আওয়ামীলীগ সেক্রেটারি মোঃ বিল্লাল হোসেন ঠিকাদার,, বুড়িচং উপজেলা
আওয়ামীলী যুবলীগ প্রস্তাবিত কমিটির
সভাপতি হাজী বিল্লাল হোসেন, সেক্রেটারী
ইঞ্জি. বাছির খান, বুড়িচং উপজেলা ছাত্রলীগের
সাবেক সভাপতি মো. জালাল উদ্দীন, যুবলীগ
নেতা তানভীর সালেইন ইমন, মো. আক্তারহোসেন আকাশ প্রমুখ। বারেশ্বর সরকার বাড়ী
স্পোটিং ক্লাবের উদ্যোগে মুন
ইন্টারন্যাশনালের চেয়ারম্যান মামুন সরকারের
আমন্ত্রনে সভা পরিচালনা করেন হাফেজ
মো.মহসিন সরকার। সার্বিক দায়িত্বে ছিলেন
মো. ইমরান সরকার, জালাল সরকার, আরিফুল
ইসলাম সরকার, ইবতিসাম মাহী সরকার। পরে
অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে
সম্মাননা ও ক্রেস্ট তুলে দেন। এসময় আওয়ামীলীগ
ও অত্র গ্রামের সুধীজনেরা উপস্থিত ছিলেন।