ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় ঘর পেলো ১৫ অসহায় পরিবার
Published : Monday, 25 January, 2021 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের দৃশ্যমান বাস্তবায়ণে সারা দেশের ৭০ হাজার পরিবারের সাথে কুমিল্লার চান্দিনায় প্রধামন্ত্রীর উপহারের ঘর পেলো ১৫ পরিবার।
শনিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান কর্মসূচির উদ্বোধনের মধ্য দিয়ে ঘরের যাবতীয় কাগজপত্র হাতে পেলো তারা।
চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে গণভবনের ভিডিও কনফারেন্সে অংশ নেয় চান্দিনা উপজেলা প্রশাসন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সারা দেশের ৭০ পরিবারের ঘর প্রদান ঘোষনার পর চান্দিনার ১৫ পরিবারের হাতে কাগজপত্রের ফাইলটি তুলে দেন উপজেলা প্রশাসন।
এতে উপজেলার বরকইট ইউনিয়নে ৯, এতবারপুর ইউনিয়নে ৪ ও কেরনখাল ইউনিয়নে ২ অসহায় ও ভূমিহীন পরিবার প্রধামন্ত্রীর উপহার ভূমি ও ঘর পায়। ওই ঘরে রয়েছে ২টি বেড রুম, ১টি কিচেন রুম, ১টি বারান্দা ও একটি টয়লেট।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি দাশের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাজহারুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাঈমা ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. তানভীর হাসান, উপজেলা সাব-রেজিস্টার আলী আকবর, উপজেলা মৎস্য অফিসার ফারুক ময়েদুজ্জামান, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্রশাসনের কর্মকর্তা প্রমুখ।