ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লাকসামে ভাষাসৈনিক সাংবাদিক আবদুল জলিলের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
Published : Monday, 25 January, 2021 at 12:00 AM
মোহাম্মদ আবদুর রহিমঃ ১৯৫২ সালে মহান ভাষা আন্দোলনে ত্রিপুরা (বর্তমানে কুমিল্লা) অঞ্চলের কো-অর্ডিনেটর, প্রবীণ সাংবাদিক ও বিশিষ্ট লেখক ভাষা সৈনিক মোঃ আবদুল জলিলের ২য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।  মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাষা সৈনিক মোঃ আবদুল জলিল-নুরজাহানস্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন খতম, মিলাদ ও দোয়ার আয়োজনসহ  আগামী ২৯ জানুয়ারি (শুক্রবার) বাতাখালী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় মিলাদ মাহফিল ও দুপুরে খাবারের আয়োজন করেছে।
ভাষাসৈনিক মোঃ আবদুল জলিল ১৯৩৬ সালের ১ জানুয়ারি কুমিল্লার লাকসাম উপজেলায় চন্দনা গ্রামের ঐতিহ্যবাহী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা প্রয়াত আলহাজ্ব মুন্সি বজলুর রহমান পন্ডিত এবং মাতা ওয়াহেদা খাতুন। মোঃ আবদুল জলিল ১৯৫২ সালে মহান ভাষা আন্দোলনে ত্রিপুরা (বর্তমানে কুমিল্লা) অঞ্চলের কো-অর্ডিনেটর এর দায়িত্ব পালন করেছেন।