মো. হাবিবুর রহমান
কুমিল্লার মুরাদনগরে এক সাথে ৪০টি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় রেকর্ড সংখ্যক পরিমান খাদ্য সামগ্রী প্রদান করে স্মরণ কালের সেরা দৃষ্টান্ত স্থাপন করেছেন হারুনুর রশিদ ফাউন্ডেশন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল ও লবন ইত্যাদি।শনিবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে ওই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হারুন আল-রশীদ। করিমপুর মাদরাসার মুহতামিম মাওলানা দ্বীন মোহাম্মদ আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হাফেজ ইয়াকুব আলী, মুফতী মানসারুল কবির, মাওলানা আব্দুল মোমেন।
হিলফুল ফুজুল এতিমখানার পরিচালক মাওলানা মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, আওয়ামীলীগ নেতা এডভোকেট আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা মাইনুল হোসেন, বিশ্বজিত সরকার বিষু, ভিপি জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান ওমর ফারুক সরকার, শরিফুল ইসলাম, জাকির হোসেন, উপজেলা কৃষকলীগের আহবায়ক কামাল উদ্দিন খন্দকার, যুগ্ম আহবায়ক আবুল হাসান, বাঙ্গরা বাজার থানা কৃষকলীগের আহবায়ক আবু মুছা আল-কবির, উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা ইকবাল হোসেন, উম্মেহানি মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা আবু ইউসুফ ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন বেলাল প্রমুখ।