দেবীদ্বার উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আ’লীগের মনোনয়নে নৌকা প্রতীক পেলেন কুমিল্লা (উ:) জেলা আ’লীগ’র সাংগঠনিক সম্পাদক ও ঢাকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং কুমিল্লা মডেল কলেজ’র প্রতিষ্ঠাতা মো. আবুল কালাম আজাদ।
শনিবার সকাল ১১টায় ঢাকা গণভবনে আয়োজিত স্থানীয় সরকারের মনোনয়ন বোর্ডের সভায় ওই সিদ্ধান্ত নেয়া হয়। স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় আওয়ামীলীগ কেন্দ্রীয় সভাপতি ও প্রধান মন্ত্রী শেখ হাসিনা’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক, সেতু ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগ কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার মো. আমির হোসেন আমু(এমপি), শেখ ফজলুল করিম সেলিম (এমপি), ড. আব্দুর রাজ্জাক (এমপি), কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ (এমপি)প্রমূখ।
ওই মনোনয়ন বোর্ডে চুড়ান্ত তালিকা প্রনয়নকালে যাদের নাম আলোচনায় এসেছিল, তাদের মধ্যে কুমিল্লা (উত্তর) জেলা আ’লীগ’র সহ-সভাপতি এডভোকেট নিজামুল হক, ২১ আগষ্ট গ্রেনেড হামলায় আহত আ’লীগ দেবীদ্বার উপজেলা কমিটির সদস্য মো. আনোয়ার হোসেন খোকন, কুমিল্লা (উত্তর) জেলা আ’লীগ’র যুব ও ক্রীড়া সম্পাদক এ,কে, এম সফিকুল আলম কামাল, কুমিল্লা (উত্তর) জেলা আ’লীগ’র সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির ও কুমিল্লা (উত্তর) জেলা আ’লীগ’র সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ।
ওই সভায় স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় উল্লেখিত প্রার্থীদের রাজনৈতিক, সাংগঠনিক ও জীবন-কর্ম নিয়ে আলোচনা করেই প্রার্থী নির্বাচন করেন। আসন্ন উপজেলা পরিষ’র উপ-নির্বাচনে আ’লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসাবে চট্রগ্রামের কুমিল্লা জেলার দেবীদ্বার উপ-জেলার আ’লীগের দলীয় প্রার্থী হিসেবে আবুল কালাম আজাদ ছাড়াও রাজশাহী বিভাগের রাজশাহী জেলার সদর উপজেলার প্রার্থী মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মোছা; শেফালী বেগম, ঢাকা বিভাগের ফরিদপুর জেলার মধূখালী উপজেলার মো. শহিদুল ইসলাম সহ ৪ জনকে দলীয় মনোনয়নে নৌকা প্রতীকের প্রার্থী ঘোষণা করা হয়।