ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
এইচএসসির ফল রিভিউয়ের আবেদন ৩১ জানুয়ারি থেকে
Published : Sunday, 31 January, 2021 at 12:00 AM
মহামারীকালে পরীা ছাড়াই আগের পরীার নম্বরের ভিত্তিতে ঘোষিত এইচএসসি ও সমমানের পরীার ফলে যারা খুশি হতে পারেননি, তারা আগামী ৩১ জানুয়ারি থেকে ফল রিভিউয়ের আবেদন করতে পারবেন।
আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ফলাফল রিভিউয়ের আবেদন করা যাবে জানিয়ে শনিবার নোটিস জারি করেছে আন্তঃশিা বোর্ড সমন্বয় সাব-কমিটি। শুধু টেলিটকের প্রিপেইড মোবাইল থেকে ফল রিভিউয়ের আবেদন করা যাবে। ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না।
রিভিউ আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে জঊঠ লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
ফিরতি এসএমএসে পিন নম্বর দেওয়া হবে। এরপর মেসেজ অপশনে গিয়ে জঊঠ লিখে স্পেস দিয়ে ণঊঝ লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য যে কোনো অপারেটরের মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
প্রতিটি আবেদনের জন্য ১২৫ টাকা করে ফি নেওয়া হবে।
উচ্চ মাধ্যমিকে অংশ নিতে নিবন্ধন করা ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭ জন শিার্থীর সবাই পাস করেছেন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৬১ হাজার ৮০৭ জন।
মহামারীকালে পরীা ছাড়াই ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীার ফল তৈরিতে সাবজেক্ট ম্যাপিং পদ্ধতি ব্যবহার করা হয়েছে।
আগের দুই পরীা অর্থাৎ জেএসসি ও এসএসসি পরীায় জিপিএ-৫ পেলেও এবার ৩৯৬ জন শিার্থী পূর্ণাঙ্গ জিপিএ পাননি। আর আগের দুই পরীায় জিপিএ-৫ না পেলেও এবারের মূল্যায়নের ফলাফলে ১৭ হাজার ৪৩ জন শিার্থী জিপিএ-৫ পেয়েছেন।