ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সাওতুল কুরআন হিফজ মাদরাসার শিক্ষার্থীদের সবক প্রদান
Published : Sunday, 31 January, 2021 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা নগরীর চকবাজার এলাকায় অবস্থিত সাওতুল কুরআন হিফজ মাদরাসার শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্ঠান গতকাল শনিবার সকালে মাদরাসা ভবনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লার বদরপুর জামিয়া ইসলামিয়া মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদীস আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী বদরপুরী। তিনি বক্তব্যে বক্তব্যে পবিত্র কুরআন হিফজ করার শিক্ষা প্রতিষ্ঠানগুলো রক্ষার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সাওতুল কুরআন হিফজ মাদরাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ জাতীয় পুরস্কারপ্রাপ্ত হাফেজ আলহাজ হমায়ুন কবীর পাহাড়পুরী, কুমিল্লার মুরাদনগরের জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম মাদরাসার শিক্ষক জহিরুল ইসলাম হাসানপুরী, কুমিল্লা নগরীর কান্দিরপাড় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আমিনুল্লাহ, ডা. মাওলানা জাহিদ হাসান খান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ইসলামিক সাংস্কৃতিক সংগঠন রংধনু’র ভাইসচেয়ারম্যান শাওন আহমেদ শাফী।