Published : Sunday, 31 January, 2021 at 12:00 AM, Update: 31.01.2021 1:32:44 AM
সৌরভ মাহমুদ হারুন,বুড়িচং ॥
কুমিল্লা আদর্শ সদর উপজেলার ময়নামতি সেনানিবাস সংলগ্ন সাহেবনগর এলাকায় সাবেক জি আর্মি সদস্য হাজী আব্দুল বারেক ও তার পুত্র প্রবাসী মিজানুর রহমান ও তার ভাইদের বাড়িতে স্থানীয় একাধিক সন্ত্রাসী চাঁদার দাবীতে দফায় দফায় হামলা চালিয়ে ভাঙ্গচুরসহ লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন একাধিকবার বিষয়টি পুলিশে জানালেও অজ্ঞাত কারণে পুলিশ নিরব রয়েছে। সর্বশেষ গত ২৯ জানুয়ারী জুম্মার নামাজ চলাকালে সন্ত্রাসীরা হামলা চালিয়ে বাড়ির সীমানা প্রাচীরসহ সিসি ক্যামেরা ভাঙ্গচুর করে। এসময় আহত হয়েছে গৃহকর্তা ও তার দু’প্রবাস ফেরত ছেলে।
ক্ষতিগ্রস্থ পরিবার সুত্রে জানা যায়, কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর (উত্তর) ইউনিয়নের সাহেবনগর এলাকায় হাজী আ¦্ব্দুল বারেক পরিবার পরিজন নিয়ে বসবাস করেন। তার ৫ ছেলের মাঝে ৪ জনই প্রবাসী। একজন যশোহর ক্যান্টনমেন্ট’এ কর্মরত। এঅবস্থায় ফাঁকা বাড়ি পেয়ে সাহেবনগর সংলগ্ন নিশ্চিন্তপুর এলাকার আবুল কাসেম গংরা দীর্ঘদিন ধরে নানাভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিলো। বিগত সময় ৩ দফা হামলা চালিয়ে বাড়ি-ঘর,সীমানা প্রাচীরসহ সিসি ক্যামেরা ভাঙ্গচুর করে।
ক্ষতিগ্রস্থ পরিবারের প্রবাস ফেরত মিজানুর রহমান জানান,গত ২৯ জানুয়ারী জুম্মার নামাজ আদায় শেষে মসজিদ থেকে ফিরে এসে দেখি বাড়িতে ভাঙ্গচুর চলছে। তাদেরকে বাড়িতে তা-ব চালাতে দেখে ৯৯৯ ’এ কল করলে পুলিশ ঘটনাস্থলে আসার খবর পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় তাদের হামলায় মিজানুর রহমান, জানে আলম, আব্দুল বারেক আহত হয়। পরবর্তীতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মিজানুর রহমান আরো বলেন, এর আগে গত ১৬ জানুয়ারী ২০২১ এবং ১০ জুন ২০২০ ইং দু’দফা একই সন্ত্রাসীরা ওই আব্দুল বারেকের বাড়িতে হামলা চালিয়েছিল। প্রথম ও দ্বিতীয় ঘটনায় অপরাধীরা থানায় মুচলেকা দিয়েছিল। শুক্রবারের ঘটনায় ৯৯৯ থেকে কল পেয়ে নাজিরাবাজার ফাঁড়ির এটিএসআই সারোয়ারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থালে ছুটে যায়। এসময় পুলিশ ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের থানায় অভিযোগের পরামর্শ দেয়।