শেষ ১৫ মিনিটেশেখ জামালের নাটকীয় জয়
Published : Wednesday, 3 February, 2021 at 12:00 AM
ম্যাচের
লাগাম ছিল সাইফ স্পোর্টিংয়ের হাতে। ২ গোলে এগিয়ে থেকে তখন জয়ের সুবাস
পাচ্ছিল পল পুটের দল। কিন্তু তাদের আশায় গুঁড়েবালি! রোমাঞ্চকর ম্যাচের শেষ
১৫ মিনিটের ঝড়ে ছোঁ মেরে জয় ছিনিয়ে নিলো শেখ জামাল। তাই ৭৫ মিনিট পর্যন্ত
২-০ গোলে পিছিয়ে থাকার পরও শফিকুল ইসলাম মানিকের দল ম্যাচ শেষ করলো ৩-২
গোলের জয়ে।
অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে পুরো ৩ পয়েন্ট পাওয়া শেখ
জামালের এটা টানা চতুর্থ জয়। চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয়
স্থানে উঠে এসেছে তারা। অন্যদিকে পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে সাইফ রয়েছে
পাঁচ নম্বরে।
আজ (মঙ্গলবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ম্যাচের ২২
মিনিটে এগিয়ে যায় সাইফ। জন ওকোলির থ্রু থেকে বল নিয়ন্ত্রণ নিয়ে ডান দিক
দিয়ে বক্সে ঢুকে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন ফয়সাল আহমেদ ফাহিম।
৭
মিনিট পর মোহাম্মদ আলাউদ্দিনের পায়ে লেগে ‘আত্মঘাতী গোলে’ ব্যবধান দ্বিগুণ
হতে বসেছিল সাইফের, তবে অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে যায় বল।
প্রথমার্ধের যোগ করা সময়ে অবশ্য সাইফ স্কোরলাইন ২-০ করে। এবার গোলের
নেপথ্যে সেই ফাহিমই। এই স্ট্রাইকারের পাস ধরে গতি দিয়ে প্রতিপরে
ডিফেন্ডারদের ছিটকে দিয়ে বক্সে ঢুকে নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন
নাইজেরিয়ান ওকোলি।
৬৬তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নিতে পারতো সাইফ।
কিন্তু বক্সে ঢুকে ইকেচুকু কেনেথ শট নেওয়ার আগে দারুণ স্লাইডে বিপদমুক্ত
করেন আলাউদ্দিন। একটু পর ওকোলির শট নেওয়ার আগে ছুটে এসে বল গ্লাভসে নিয়ে
ব্যবধান বাড়তে দেননি জিয়াউর রহমান জিয়া।
এরপরই শুরু হয় শেখ জামালের ঝলক।
৭১ মিনিটে ওতাবেকের কর্নারে শাকিল আহমেদের হেড গোললাইন থেকে হেডেই ফেরান
ডিফেন্ডার রহমত মিয়া। তবে ৭৫ মিনিটে আর শেষরা হয়নি। ওতাবেকের ফ্রি কিকে
সলোমন কিংয়ের ব্যাক হেড চোখের পলকে জালে জড়ায়। পরের মিনিটে আবার গোলোৎসব
শেখ জামালের। ডান দিক থেকে ওমর জোবের শট পাপ্পু হোসেন ফিস্ট করার পর বক্সের
বাঁ দিকে থাকা নুরুল আবছার দারুণ সাইড ভলিতে ল্যভেদ করেন। তাতে সমতায় ফেরে
শেখ জামাল।
আর নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে ওমর জোবের শট ডিফেন্ডার
রিয়াদুল হাসান রাফির হাতে লাগলে পেনাল্টি পায় শেখ জামাল। পাপ্পুকে বিপরীত
দিকে ছিটকে দিয়ে জাল খুঁজে নেন সলোমন। সমান্তরালে জয় নিশ্চিত হয় মানিকের
দলের।