ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা সদর দক্ষিণে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক
Published : Thursday, 11 February, 2021 at 12:00 AM, Update: 11.02.2021 1:51:25 AM
কুমিল্লা সদর দক্ষিণে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটকমো. মিজানুর রহমান ||
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের বেলতলী কবরস্থান এলাকায় গত মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় এসআই খালেকুজ্জামান বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাত ১টা ৪০ মিনিটে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর, এসআই খালেকুজ্জামান, এএসআই মো. জহির আলমসঙ্গীয় ফোর্সসহ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের বেলতলী উচ্চ বিদ্যালয় সড়কের দারুল আমান মার্কেটের দক্ষিণ পাশের্^ বেলতলী কবরস্থান সংলগ্ন স্থান থেকে ডাকাতির প্রস্তুতিকালে অহিদ (২৫), মো. হাবিবুর রহমান (৪০), মো. সোহাগ (২৪), মহিবুল্লা আপন (২৪) ও মো. ইসমাইল (২৪) কে ৬ রাউন্ড কার্তুজ, ২টি ছেনি, ১টি চাপাতি, ১টি কার্টার এবং রডসহ আটক করেছে। ডাকাত দলে ১৫/১৬ সদস্য ছিল বলে জানা গেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর ডাকাত দলের সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় এসআই খালেকুজ্জামান বাদী হয়ে মামলা দায়ের করেছেন। যাহার মামলা নং-২০, তারিখ: ১০.০২.২০২১ইং। আটককৃত ডাকাতদের মধ্যে মনোহরগঞ্জ উপজেলার বড়কেশতলা শেখ বাড়ির মৃত আনু মিয়ার পুত্র হাবিবুর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। এসময় ডাকাতদলের সদস্যরা পালিয়ে যাওয়ার কাজে ব্যবহৃত সিএনজি চালিত একটি অটো রিকশাও জব্দ করেছে পুলিশ।