চাঁদপুরে দুই লঞ্চে অভিযান চালিয়ে ৪৪০০ কেজি জাটকাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
চাঁদপুর নৌ থানার ইনচার্জ এসআই মো. জহিরুল হক জানান, সোমবার মধ্যরাতে মেঘনায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তারা হলেন- টাঙ্গাইলের বাসাইল উপজেলার টেংগুরিয়াপাড়া এলাকার মো. ফরিদ উদ্দন ও পটুয়াখালীর গলাচিপা উপজেলার সরোয়ার আলম নামে এক ব্যক্তি।
এসআই জহিরুল বলেন, সোমবার মধ্যরাতে মেঘনা নদীর মোহনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় পটুয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী এমভি অ্যাডভাঞ্চার-১১ ও এমভি জামাল-২ লঞ্চে তল্লাশি চালিয়ে চার হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করা হয়।
একই সময় এমভি জামালের সুপারভাইজারসহ দুইজনকে আটক করা হয় জানিয়ে তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় মামলা করা হবে। জব্দ করা মাছ স্থানীয় অসহায় ও দুস্থদের দেওয়া হয়েছে।