ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় হামলায় প্রাণ হারালেন প্রতিবাদকারী
বেপরোয়া মোটরবাইক চালানোর প্রতিবাদ
Published : Tuesday, 16 February, 2021 at 12:00 AM, Update: 16.02.2021 1:01:12 AM
চান্দিনায় হামলায় প্রাণ হারালেন প্রতিবাদকারীরণবীর ঘোষ কিংকর: কুমিল্লার চান্দিনায় বেপরোয়া মোটরবাইক চালানোর প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় প্রাণ হারালেন মো. ফরিদ মিয়া (৫৪) নামের এক ব্যক্তি। সোমবার (১৫ ফেব্রুয়ারী) সকাল ১০টায় চান্দিনা উপজেলার এতবারপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. ফরিদ মিয়া ওই গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী মো. আবু তাহের জানান- পাশ্ববর্তী বাড়ির রুহুল আমিন এর ছেলে কলেজ পড়–য়া ছাত্র হাবিব উল্লাহ বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে। এসব বিষয় নিয়ে সোমবার সকালে মো. ফরিদ মিয়া মোটরবাইক চালক হাবিব উল্লাহর পিতা রুহুল আমিন এর নিকট বিষয়টি জানাতে গেলে ক্ষিপ্ত হয়ে উঠে তারা। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের আঘাতে মাটিতে লুটে পড়েন ফরিদ মিয়া। তাকে দ্রুত চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসউদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান- মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।