ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
এবার সুশান্তের সহঅভিনেতাও আত্মহত্যার পথ বেছে নিলেন
Published : Tuesday, 16 February, 2021 at 2:27 PM
এবার সুশান্তের সহঅভিনেতাও আত্মহত্যার পথ বেছে নিলেনবলিউড অভিনেতা সন্দীপ নাহার আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

মুম্বাইয়ের গোরেগাঁও এলাকায় নিজ বাসভবন থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমায় সহঅভিনেতা হিসেবে কাজ করেছেন। এ ছাড়া অক্ষয় কুমারের ‘কেসারি’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করে দীর্ঘ বার্তা দিয়েছিলেন সন্দীপ নাহার। সেখানে তিনি বলেছেন– আত্মহত্যা করতে যাচ্ছেন। তার এই কৃতকর্মের জন্য পরিবারের কেউ দায়ী নন বলে জানান তিনি।

ওই ভিডিওবার্তায় সন্দীপ আরও জানান, তিনি ব্যক্তিগত ও পেশাগত জীবনে বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন।

এ ঘটনায় মুম্বাই পুলিশ একটি মামলা করেছে এবং ঘটনার তদন্ত চলছে। এ ছাড়া পুলিশ ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে।

পুলিশকে সন্দীপের স্ত্রী জানিয়েছেন, অভিনেতাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ডেপুটি পুলিশ কমিশনার বিশাল ঠাকুর বলেছেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে।

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, মুম্বাইয়ের গোরেগাঁও এলাকায় নিজ বাসভবনে অভিনেতা সন্দীপ নাহার আত্মহত্যা করেছেন। এ ঘটনায় মামলার পর পুলিশ তদন্ত করছে।

গত বছরের জুনে মুম্বাইয়ের বান্দ্রা ফ্ল্যাটে আত্মহত্যা করেন ভারতীয় চলচ্চিত্রের সফল অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ৩৪ বছর বয়সী এ অভিনেতা আত্মহত্যার আগে মানসিক বিষণ্ণতায় ভুগছিলেন।