ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লাকসাম পৌরসভার নতুন পরিষদের দায়িত্বগ্রহণ
Published : Tuesday, 16 February, 2021 at 6:11 PM
লাকসাম পৌরসভার নতুন পরিষদের দায়িত্বগ্রহণলাকসাম পৌরসভার নব-নির্বাচিত ৬ষ্ঠ পরিষদের মেয়র ও কাউন্সিলরগণ আনুষ্ঠানিক ভাবে দায়িত্বগ্রহণ করেছেন। এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে পৌর মিলনায়তনে আলোচনা সভা, মিলাদ-মাহফিল ও দোয়া-মুনাজাতের আয়োজন করা হয়।
পৌর মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ইউনুস ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান মহব্বত আলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলম। অনুষ্ঠানে দোয়া-মুনাজাত পরিচালনা করেন দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আ.ন.ম তাজুল ইসলাম।
পৌর কাউন্সিলর মোহাম্মদ উল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এসহাক মিয়া, বীর মুক্তিযোদ্ধা আমিন উল্লাহ, মনোহর আলী তোতা, উপজেলা প্রকৌশলী জসিম উদ্দিন, পৌর সচিব আলাউদ্দিন, বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আকতার হোসেন, ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম, ওমর ফারুক, রুহুল আমিন, হারুন অর রশিদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ দলিলুর রহমান মানিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রফেসর জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন সানি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুষার, পৌর ছাত্রলীগের সভাপতি সাইফ খাঁন স্বাধীন, সাধারণ সম্পাদক কাউছার আহমেদসহ পৌর কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীগণ।
অনুষ্ঠানে লাকসাম পৌরসভার ৬ষ্ঠ পরিষদের মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের, ১নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ, ২নং ওয়ার্ডের খলিলুর রহমান, ৩নং ওয়ার্ডের এড. মাসুদ হাসান, ৪নং ওয়ার্ডের আব্দুল আজিজ, ৫নং ওয়ার্ডের মুনছুর আহমেদ মুন্সী, ৬নং ওয়ার্ডের আবু সায়েদ বাচ্চু, ৭নং ওয়ার্ডের শাহজাহান মজুমদার, ৮নং ওয়ার্ডের মোঃ দেলোয়ার হোসেন, ৯নং ওয়ার্ডের গোলাম রাব্বানী এবং সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে ১,২,৩ নং ওয়ার্ডের নাসিমা আক্তার, ৪,৫,৬নং ওয়ার্ডের নাসিমা সুলতানা ও ৭,৮,৯নং ওয়ার্ডের মোশফেকা আলম মিতা আনুষ্ঠানিক ভাবে দায়িত্বগ্রহণ করেন। এর আগে সোমবার (১৫ ফেব্রুয়ারি) লাকসাম পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ৬ষ্ঠ পরিষদের প্রথম মাসিক সাধারণ সভায় সকলের প্রত্যক্ষ ভোটে কাউন্সিলর খলিলুর রহমান প্যানেল মেয়র-১, কাউন্সিলর শাহজাহান মজুমদার প্যানেল মেয়র-২ এবং কাউন্সিলর মোশফেকা আলম মিতা প্যানেল মেয়র-৩ নির্বাচিত হন।