ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
এক ছবির জন্য ৫ মাস ধরে প্রস্তুতি নিলেন আমির খানের ছেলে
Published : Tuesday, 16 February, 2021 at 8:55 PM
এক ছবির জন্য ৫ মাস ধরে প্রস্তুতি নিলেন আমির খানের ছেলেঅবশেষে বলিউডের দুনিয়ায় পা রাখলেন বলিউড পারফেক্টশনিস্ট আমির খানের ছেলে জুনায়েদ খান।

‘মহারাজ’ শিরোনামের ছবি দিয়ে বলিউড যাত্রা শুরু হচ্ছে তার।

 টাইমস অব ইন্ডিয়া জানায়, সিনেমার জন্য গত একমাস ধরে মুম্বাইয়ের বিজয় নগরে বিশাল সেট তৈরি করা হয়েছে। সোমবার মুম্বাইয়ে ছবির শুটিংয়ে হাজির হন জুনায়েদ খান।  

জানা গেছে, ১৮৬২ সালে চাঞ্চল্যকর ‘মহারাজের মিথ্যা মামলা’র ওপর নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে সমাজ সংস্কারক কর্সনদাস মুলজির ভূমিকায় অভিনয় করছেন জুনায়েদ। আর এই চরিত্রটি রূপালি পর্দায় ফুটিয়ে তুলতে গত পাঁচ মাস ধরে প্রস্তুতি নিয়েছেন আমিরপুত্র।

যশ রাজ ফিল্মসের ব্যানারে গুজরাটের লেখক ও সমাজ সংস্কারক মুলজিরের জীবনীমূলক এই ছবির পরিচালনায় রয়েছেন ‘হিচকি’ খ্যাত পরিচালক সিদ্ধার্থ মালহোত্রা।