ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে আরও এক বাংলাদেশি খুন
Published : Thursday, 4 March, 2021 at 12:00 AM
দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরের মিসেছপ্লেন নামক এলাকায় মুহাম্মদ রফিক নামে এক বাংলাদেশি নাগরিক ডাকাতের গুলিতে খুন হয়েছেন ২ মার্চ (মঙ্গলবার) রাতে সশস্ত্র কৃষ্ণাঙ্গ ডাকাতদল এলোপাতাড়ি গুলি ছুড়লে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নিহত মুহাম্মদ রফিকের দেশের বাড়ি টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলায়। এর আগে, দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রভিন্সের ফোটবিফৌট এলাকায় বাংলাদেশি ব্যবসায়ী নিত্য সরকারের (৩৮) মরদের উদ্ধার করে স্থানীয় পুলিশ। তার দেশের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায়।
স্থানীয় বাংলাদেশিরা জানান, ২৭ ফেব্রুয়ারি রাতে কোনো এক সময়ে নিত্য সরকারের দোকানের পেছন দিক থেকে দেয়াল ভেঙে ঢুকে মূল্যবান জিনিসপত্র লুট করে ডাকাত দল তার গলা ও মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।
পরের দিন সকালে স্থানীয় লোকজন তার দোকান বন্ধ দেখে আশপাশের বাংলাদেশিদের খবর দেয়। তারা এসে পেছনের দেয়াল ভাঙা দেখেন।
এ সময় দেয়ালের ছিদ্র দিয়ে রক্তমাখা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে নিত্য সরকারের মরদের উদ্ধার করে অফিসিয়াল প্রক্রিয়া শেষে লাশ হিমঘরে রাখার ব্যবস্থা করে।
স্থানীয় বাংলাদেশ কমিউনিটি জানিয়েছে, আইনি পক্রিয়া শেষ করে আগামী কয়েক দিনের মধ্যে মরদের দেশে পাঠানো হবে।