Published : Wednesday, 3 March, 2021 at 12:00 AM, Update: 03.03.2021 2:44:00 AM

নিজস্ব প্রতিবেদক।। সরকারি সড়ক দখল করে নির্মাণ করা ভবন উচ্ছেদ করেছে কুমিল্লা জেলা প্রশাসন। মঙ্গলবার কুমিল্লা আদর্শ সদর উপজেলার ২নং উত্তর দুর্গাপুর ইউনিয়নের গুণানন্দি গ্রামে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায় জানান, জনসাধারণের চলাচলের জন্য গুণানন্দি গ্রামে সরকারি রাস্তা উপর ৩ তলা ভবন নির্মাণ করেন স্থানীয় বাসিন্দা মো. ইসমাইল হোসেন। রাস্তা দখল করে ভবন নির্মাণের ফলে গ্রামবাসীর যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে যায়। এলাকাবাসীকে পড়তে হয় চরম দুর্ভোগে। বিএস, সিএস, আরএস খতিয়ানে এটি সরকারি রাস্তা হিসেবে উল্লেখ রয়েছে। পরবর্তীতে বিষয়টি মামলায় গড়ালে আদালত সরকারি রাস্তা উদ্ধারের নির্দেশ দেন। এর ফলে এ অভিযান পরিচালনা করা হয়।
ভবনের মালিক মো. ইসমাইল হোসেন বলেন, আমার পৈত্রিক সূত্রে প্রাপ্ত জায়গায় বড়ি করেছি। আজ সরকারী নির্দেশে অভিযান পরিচালিত হচ্ছে।