ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
 চৌদ্দগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত
Published : Thursday, 4 March, 2021 at 12:00 AM
চৌদ্দগ্রাম প্রতিনিধি: চৌদ্দগ্রামে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা ম্যারাথন ২০২১ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ম্যারাথনে অংশগ্রহণ কারীরা চৌদ্দগ্রাম পৌরসভার মুজিবুল হক এমপি বাইপাস সড়কের সোনাকাটিয়া রাস্তার মাথায় এসে টি-শার্ট গ্রহন করেন।এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন পায়রা ও বেলুন উড়িয়ে বঙ্গবন্ধু ঢাকা ম্যারাথনের শুভ উদ্বোধন করা হয়।চৌদ্দগ্রাম পৌরসভার সোনাকাটিয়া রাস্তার মাথা থেকে পূর্ব চাঁন্দিশকরা (৫ কিঃমিঃ) দৌড় শেষ হয়। চৌদ্দগ্রামে বঙ্গবন্ধু ম্যারাথনে প্রায় দুই হাজার প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রার শি-শিকিা উপজেলা ও থানা প্রশাসনের কর্মকর্তা, পৌরসভার মেয়র, বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন।অনলাইনে রেজিষ্ট্রেশনকৃত অংশগ্রহণকারীদের জন্য ক্যাটাগরি ভিত্তিক ম্যারাথনে বিজয়ী ২০ জনকে মেডেল প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান। চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা সভাপতিত্বে ও মজিবুর রহমান বাবলুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মীর হোসেন মীরু,চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক অধ্য রহমত উল্লাহ বাবুল, ক্যাপ্টেন মঈন, চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএমএ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা, মাধ্যমিক শিা অফিসার তৈয়ব আহমেদ, প্রাথমিক শিা অফিসার সাকিনা বেগম,চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহ জালাল মজুমদার, মুন্সিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজ আলম, ঘোলপাশা ইউনিয়নের চেয়ারম্যান কাজী জাফর আহমেদ, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামিলীগের সহ দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব সহ অন্যান্য নেতৃবৃন্দ।