ওসাসুনাকে হারিয়ে শীর্ষে থাকা দলটির সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়েছে বার্সা।ওসাসুনাকে হারিয়ে শীর্ষে থাকা দলটির সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়েছে বার্সা।
আজ রাতেই মাদ্রিদ ডার্বি। রিয়াল মাদ্রিদকে হারালে শিরোপার পথে আরও এগিয়ে যাবে আতলেতিকো। এর আগেই পয়েন্ট ব্যবধান আরও কমিয়ে রাখলো বার্সেলোনা। লা লিগায় বার্সা ২-০ গোলে হারিয়েছে ওসাসুনাকে।
এই অবস্থায় ২৪ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো। ২৬ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তার পরেই রয়েছে বার্সেলোনা। ২৫ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে তিনে রিয়াল মাদ্রিদ।
ম্যাচে হওয়া দুটি গোলেই ভূমিকা ছিল লিওনেল মেসির। ৩০ মিনিটের মাথায় প্রথম গোলটি হয়েছে তার কল্যাণেই। উসাসুনার রক্ষণ সামলে দারুণ এক ক্রস দিয়েছিলেন আলবাকে। বামপ্রান্ত থেকে কোনাকুনি শটে অসাধারণ এক গোলে দলকে এগিয়ে নেন আলবা।
অবশ্য ম্যাচের দ্বিতীয় মিনিটেই পিছিয়ে পড়ার শঙ্কায় পড়ে গিয়েছিল বার্সা। ভাগ্য ভালো যে ওসাসুনাকে প্রতিহত করেছেন গোলরক্ষক আন্দ্রে টের স্টেগেন। পুরো ম্যাচে অসাধারণ তিনটি সেভ করে বাঁচিয়েছেন দলকে।
প্রথমার্ধে পর ছকও পাল্টায় বার্সা। পরিবর্তিত ছকে আবার স্যামুয়েল উমতিতির জায়গায় ফেরেন দেম্বেলে। তাতে আধিপত্য বিস্তার করতে সুবিধা হয় বার্সার।
খেলার ধারায় তাই দ্বিতীয় গোলটিও আসে ৮৩ মিনিটে।মেসির বানিয়ে দেওয়া বলেই গোলটি করেন ১৮ বছর বয়সী মিডফিল্ডার ইলাইক্স মরিবা। ক্লাবের হয়ে তৃতীয় ম্যাচ খেলতে নেমে প্রথম গোল তুলে নিলেন মরিবা।
এ জয়ের ফলে ১৬ ম্যাচে ১৩তম লিগ জয় তুলে নিলো কাতালানরা। যারা ৫ ডিসেম্বর কাদিজের কাছে হারের পর থেকে এখনও অপরাজেয়ই থাকলো।