ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত
Published : Sunday, 7 March, 2021 at 12:00 AM, Update: 07.03.2021 2:16:53 AM
কুমিল্লায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত তানভীর দিপু: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন। সংসদ সদস্য, জেলা প্রশাসক, সেনাবাহিনী ও পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা, অন্যান্য জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের অংশগ্রহনে ম্যারাথন দৌড়টি কুমিল্লায় গোমতী নদী তীরবর্তী শেখ রাসেল ক্রীড়া পল্লীতে শুরু হয়ে ৫ কিলোমিটার দূরে সীমান্তবর্তী গোলাবাড়ী এলাকায় গিয়ে শেষ হয়। পরে ম্যারাথনে অংশগ্রহণকারীদের মাঝে  পুরস্কার বিতরণ করা হয়। শনিবার সকাল আটটায় কুমিল্লা শেখ রাসেল ক্রীড়া পল্লী থেকে ম্যারাথন দৌড় উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ আ ক ম  বাহা উদ্দিন বাহার। কুমিল্লা সেনা নিবাসের ৪৪ পদাতিক ব্রিগেডের আয়োজনে ম্যারাথন উদ্বোধন  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ফারুক আহমেদ,  কুমিল্লা সেনানিবাসের ৩১ বীর ব্যাটালিয়নের অধিনায়ক  লেঃ কর্ণেল সাব্বির হাসান।
প্রধান অতিথির বক্তব্যে এমপি বাহার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছেন। জাতির পিতার মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি। তাঁর স্মরণে যে কোন আয়োজনই আমাদের কাছে মাহাত্মপূর্ণ। মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনে আমরা সবাই অংশ নিতে পেরে গর্বিত বোধ করছি। আর বঙ্গবন্ধু সোনার বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সোনার বাংলাদেশ বিনির্মানে এগিয়ে যাচ্ছে। বর্তমান তরুণ প্রজন্মরা প্রধানমন্ত্রীর এই স্বপ্ন বাস্তবায়নে প্রধান ভূমিকা রাখবে।
 অনুষ্ঠানের শুরুতে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের সাথে উপস্থিত সকলে সমস্বরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে আগত অতিথিরা ফিতা কেটে ম্যারাথনের উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীর সরকার কুমিল্লা অঞ্চলের উপপরিচালক শওকত ওসমান, কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়শনের সভাপতি আরফানুল হক রিফাত, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আরিফুল ইসলাম সরদার। কুমিল্লা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ নাজমুল আহসান ফারুক রোমেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন।