Published : Sunday, 7 March, 2021 at 1:55 PM, Update: 07.03.2021 7:30:53 PM
তা
নভীর দিপু:
যথাযোগ্য মর্যাদায় কুমিল্লায় ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক যুগান্তÍকারী ভাষণের স্মারক হিসেবে দিনটি অবিস্মরণীয় হয়ে আছে। ১৯৭১ সালের ৭ মার্চে তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বিশাল সমাবেশে দেয়া ওই ভাষণে বঙ্গবন্ধু বাঙালি জাতিকে স্বাধীনতা যুদ্ধের চুড়ান্ত প্রস্তুতি নেয়ার আহ্বান জানান। বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে বঙ্গবন্ধু বলেছিলেন-‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’।
জেলা প্রশাসনের উদ্যোগে মহান এই দিনটি উপলক্ষে কুমিল্লা নগর উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি প্রদাণ করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব আ ক ম বাহা উদ্দিন বাহার, সংরক্ষিত আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা, কুমিল্লার নবাগত জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, বিদায়ী জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, জেলা পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ, স্থানীয় সরকার বিভাগ-কুমিল্লার উপ পরিচালক মোঃ শওকত ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাঈন উদ্দিন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুলসহ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনীর উর্দ্ধতণ কর্মকর্তাগণ।
এছাড়া কুমিল্লা মহানগর আওয়ামী লীগের পক্ষে সভাপতি এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার, সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতসহ অন্যান্য নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।
শ্রদ্ধাঞ্জলি শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দুআ ও মোনাজাত করা হয়।