সারাদেশের ন্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নানা কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। রোববার দিবসটি উপলক্ষে সকাল ৯ টায় ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠন।
প্রথমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফৌজিয়া সিদ্দিকার নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু জাহেরের নেতৃত্বে উপজেলা পরিষদ ও অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হকের নেতৃত্বে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে পর্যাক্রমে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা ছাত্রলীগ, সাহেবাবাদ ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মোস্তফা ছারোয়ার খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিটু, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ইদ্রিস মিয়া মস্টার, উপজেলা শিক্ষা অফিসার সেলিম মুন্সি, পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার কবির হোসেন, ইউআরসি ইন্সট্রাক্টর হাজেরা বেগম, পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী সফিকুল ইসলাম, বিআরডিবির সাবেক চেয়ারম্যান শাহীন খান মেম্বার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহ সভাপতি নাজমুল হাসান শরীফ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আলী হোসেন, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন মিশন, ছাত্রলীগ নেতা আবু কাউসার প্রমুখ।
এছাড়াও দিবসটিতে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭মার্চ-২০২১ উপলক্ষে বঙ্গবন্ধুর ভাষণ, আবৃত্তি, চিত্রাংকন, সংগীত, নৃত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা।