ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুরাদনগরে শিশু ছাত্রীর কন্ঠে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ
Published : Monday, 8 March, 2021 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ।।
১৯৭১ সালের সাতই মার্চে দেয়া বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ বাঙ্গালী জাতির মুক্তির পথ প্রসারিত করেছিল। সেই ১৮ মিনিটের ভাষণ ধরাজ কন্ঠে শোনালেন কুমিল্লার মুরাদনগর উপজেলার নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌসী রোদেলা। তার এই ভাষণের প্রত্যেকটি কথাই শিউরিত হয়ে ওঠেন উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ। গতকাল রোববার সকালে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির আহামেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা: নাজমুল আলম। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষন ইউনেস্কো কর্তৃক শ্রেষ্ঠ ভাষণ হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এ ভাষণ বাঙ্গালী জাতির মুক্তির সনদ। ৫০ বছরের পূর্বে দেওয়া এ বক্তব্য আজো শিহরণ জাগায়।
অনুষ্ঠানের পূর্বে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।