কুমিল্লার পালপাড়ায় স্ত্রীকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আজ শুক্রবার দুপুরে কুমিল্লার সদর উপজেলার পালপাড়া এলাকায় স্বামী দেলোয়ার হোসেনের বাড়ি থেকে স্ত্রী রোখসানার মরদেহ উদ্ধার করে পুলিশ। শুক্রবার সকাল থেকে দেলোয়ার পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত রোখসানা এক মেয়ে এক এক ছেলের জননী। তিনি কুমিল্লা নগরীর একটি ডায়গনস্টিক সেন্টারে চাকরি করেন। রোখসানা কুমিল্লা নগরীর কালিয়াজুরি এলাকার আবদুল মান্নানের মেয়ে। স্বামী দেলোয়ার হোসেন পালপাড়া এলাকার গফুর মিয়ার ছেলে এবং পেশায় একজন পরিবহন শ্রমিক।
নিহতের মেয়ে স্বর্না জানান, বাবার সাথে বনিবনা না হওয়ায় তার মা তাদের নানার বাড়ির বদরপুর-কালিয়াজুরি এলাকায় সন্তানদের নিয়ে ভাড়া থাকতেন। তার বাবা দেলোয়ার পালপাড়ার বাড়িতে ভাড়া থাকতেন। মাঝে মধ্যে রোখসানা ওই বাড়িতে এসে থাকতেন। গতকাল বৃহস্পতিবার রাতেও সে দেলোয়ারের বাড়িতে যায়। তারপর থেকেই তার মায়ের কোন খোঁজ পাওয়া যায়নি। অফিসে খোঁজ নিয়ে জানতে পারেন রোখসানা তাঁর স্বামীর বাড়ি পালপাড়ায় যাবার কথা জানিয়েছেন। সকালে আর অফিসে আসেন নি।
স্বর্ণা আরো জানান, বাবার সাথে বনিবনা না হওয়ার কারনেই তারা আলাদা থাকতেন। তার মা এই বাড়িতে প্রয়োজনে আসা যাওয়া করতেন। দেলায়ার এর আগেও বাড়িতে ডেকে এনে রোখসানাকে মারধর করেছে। এবারো বাড়িতে যেকে আনলো, কিন্তু মা ফিরলো লাশ হয়ে।
নিহতের বোন পারুল জানান, সকালে পরিবারের অন্য সদস্যদের নিয়ে পালপাড়ার বাড়িতে এসে ঘর তালাবদ্ধ অবস্থায় দেখতে পায় তারা। পরে জানালা খুলে দেখে রোখসানা দেহ পরে আছে। ৯৯৯-ফোন দিয়ে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
ছত্রখিল ফাঁড়ির উপপরিদর্শক শরীফ রহমান জানান, মরদেহটিতে পাঁচটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পিঠে ও হাতের নিচে আঘাত করা হয়েছে। ঘটনার পর থেকে রোখসানার স্বামী পলাতক। মরদেহ উদ্ধার করে কোতয়ালী থানায় নিয়ে যাওয়া হয়েছে। মামলা নেয়া হবে।