Published : Friday, 12 March, 2021 at 12:00 AM, Update: 12.03.2021 1:39:34 AM
নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লার বুড়িচংয়ের ষোলনলের ভান্তি গ্রামে ‘ইউনাইটেড ষোলনল’ সংগঠনের সহায়তায় গৃহহীন এক পরিবারকে টিনের বড় একটি ঘর উপহার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) ষোলনলের ভান্তি গ্রামে ঘর উপহার প্রদানের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিাবিদ ও সোনার বাংলা কলেজের অধ্য আবু সালেক মোহাম্মদ সেলিম রেজা সৌরভ।
ইউনাইটেড ষোলনল পরিবার স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সোহেল রানার উপস্থাপনায় অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি ছিলেন দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক ও গবেষক আবুল কাশেম হৃদয় এবং কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক গোলাম কিবরিয়া।
সংগঠনটির পরিচালক কোরিয়া প্রবাসী নাঈম ও প্রধান সমন্বয়ক আমেরিকা প্রবাসী আলী হোসেন সোহেলের সার্বিক সহায়তায় এই উদ্যোগটি বাস্তবায়ন করা হয়।
এছাড়া সংগঠনের পক্ষ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য জাকারিয়া সুমন, আমিনুল ইসলাম আমির, মোহাম্মদ হোসেন, ইউনাইটেড ষোলনল পরিবারের ভান্তি গ্রামের প্রধান সমন্বয়ক মো. সোহেলের পিতা বিশিষ্ট সমাজ সেবক আলী হায়দার, ইউনাইটেড ষোলনল পরিবারের পরিচালক মো. নাঈমের পিতা সমাজ সেবক হাজী নোয়াব আলী। এছাড়া আরও বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য মো: কামাল হোসেন, পূর্বহড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মওলানা মো: সাদেকুর রহমান, ভান্তি গ্রামের পক্ষ থেকে মো. জুয়েল, মো. হারুনুর রশিদ, আলী আজগর, হাসান, রাসেল, সেন্টু প্রমুখ।
এর আগে আনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ এবং ফিতা কেটে ঘর উদ্বোধন করা হয়।
অতিথিদের মধ্যে আলী হায়দারকে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি সোনার বাংলা কলেজের অধ্য আবু সালেক মোহাম্মদ সেলিম রেজা সৌরভ, বিশেষ অতিথি দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয়কে ক্রেস্ট তুলে দেন সাংগঠনের সদস্য আমির, সেন্টু ও হোসেন, প্রধান অতিথি সোনার বাংলা কলেজের অধ্য আবু সালেক মোহাম্মদ সেলিম রেজা সৌরভকে ক্রেস্ট তুলে দেন সংগঠনের সদস্যবৃন্দ। ঘর পাওয়ার অনুভূতি ব্যক্ত করেন কবির হোসেন। মোনাজাত পরিচালনা করেন ভান্তি জামে মসজিদের খতিব মাওলানা নাছির উদ্দিন।