ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
Published : Friday, 12 March, 2021 at 12:00 AM, Update: 12.03.2021 1:39:16 AM
ব্রাহ্মণপাড়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভাইসমাইল নয়ন ।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়াকে মাদক মুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার সকালে প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এমন সিদ্ধান্ত নেন কমিটির নেতৃবৃন্দ। সভায় মাদক প্রাচার প্রতিরোধের লক্ষে উপজেলার সীমান্তবর্তী এলাকায় অপরিচিত মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও সভায় যানজট নিরসনের লক্ষে ব্রাহ্মণপাড়া উপজেলা সদর বাজার এলাকায় রাস্তার পাশের অবৈধ দোকানপাট অপসারণ করার পরিকল্পনা নেয়া হয়েছে।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া সিদ্দিকার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু জাহের, পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন, শশীদল বিওপির ক্যাম্প কমান্ডার সুবেদার নূরুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলার মাধবপুর ইউপি চেয়ারম্যান সুলতান আহাম্মেদ, ব্রাহ্মণপাড়া সদর ইউপি চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মোস্তফা ছারোয়ার খান, দুলালপুর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান রিপন ভূইয়া, শিদলাই ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মাহমুদ, শশীদল ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মাষ্টার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, শিক্ষা অফিসার সেলিম মুন্সি, ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ, প্রফেসর সেকান্দর আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক খোরশেদ আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস মিয়া, ব্রাহ্মণপাড়া সদর বাজার কমিটির সভাপতি হাজী মোজ্জামেল হক দুলাল, পশ্চিম বাজার কমিটির সাধারণ সম্পাদক কাজল সরকার প্রমুখ।