নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সাথে
জেলার মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার কুমিল্লা জেলা
প্রশাসক সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নবাগত জেলা প্রশাসক
মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় মুক্তিযোদ্ধাদের
মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সফিউল আলম
বাবুল ও মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা জেলা কমান্ডের ডেপুটি কমান্ডার নন্দন
চৌধুরীসহ কুমিল্লা জেলা ও উপজেলা কমিটির মুক্তিযোদ্ধাবৃন্দ।
অপরদিকে
বুধবার বিকেলে কুমিল্লা জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং
সহকারী কমিশনার ভূমিদের (এসিল্যান্ড) সাথে মতবিনিময় সভা করেছেন কুমিল্লার
নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। সভায় উপজেলা পর্যায়ের নানা
সমস্যা, সম্ভাবনা এবং প্রতিবন্ধকতা তুলে ধরেন ইউএনও এবং এসিল্যান্ডরা।
মতবিনিময়
সভায় এসময় উপস্থিত ছিলেন কুমিল্লার স্থানীয় সরকারি উপপরিচালক মোহাম্মদ
শওকত ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন,
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাঈন উদ্দিন, অতিরিক্ত জেলা
ম্যজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম সরদার। এছাড়া কুমিল্লা জেলার সকল উপজেলা
ইউএনও এবং এসিল্যান্ডদের মধ্যে উপস্থিত ছিলেন, কুমিল্লা সদর উপজেলার
নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন, বরুড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো.
আনিসুল ইসলাম,
ব্রাহ্মণপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া
সিদ্দিকা, বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াছমিন, চান্দিনা
উপজেলার নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাশ, চৌদ্দগ্রাম উপজেলার
নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, দাউদকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা
কামরুল ইসলাম খান, দেবিদ্বার উপজেলার নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান,
হোমনা উপজেলার নির্বাহী কর্মকর্তা রুমন দে, লাকসাম উপজেলার নির্বাহী
কর্মকর্তা এ কে এম সাইফুল আলম, লালমাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মো.
নজরুল ইসলাম, মেঘনা উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায়,
মনোহরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সোহেল রানা, মুরাদনগর উপজেলার
নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ, নাঙ্গলকোট উপজেলার নির্বাহী কর্মকর্তা
লামইয়া সাইফুল, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা শুভাশিস
ঘোষ, তিতাস উপজেলার নির্বাহী কর্মকর্তা রাশেদা আক্তার। এছাড়াও বরুড়া
উপজেলার এসিল্যান্ড নাহিদা সুলতানা, ব্রাহ্মণপাড়া উপজেলার এসিল্যান্ড
মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, চান্দিনা উপজেলার এসিল্যান্ড নাঈমা ইসলাম,
চৌদ্দগ্রাম উপজেলার এসিল্যান্ড মোহাম্মদ আল আমিন সরকার, সদর উপজেলার
এসিল্যান্ড এ কে এম ফয়সাল, দাউদকান্দি উপজেলার এসিল্যান্ড মোহাম্মদ সেলিম
শেখ, দেবিদ্বার উপজেলার এসিল্যান্ড মোহাম্মদ গিয়াস উদ্দিন, হোমনা উপজেলার
এসিল্যান্ড তানিয়া ভূঁইয়া, লাকসাম উপজেলার এসিল্যান্ড উজানা রানী চাকমা,
লালমাই উপজেলার এসিল্যান্ড শারমিন আরা, মোঘনা উপজেলার এসিল্যান্ড কামরুল
হাসান, মনোহরগঞ্জ উপজেলার এসিল্যান্ড নাজিয়া হোসেন, মুরাদনগর উপজেলার
এসিল্যান্ড সাইফুল ইসলাম কমল, নাঙ্গলকোট উপজেলার এসিল্যান্ড মিল্টন বিশ্বাস
এবং তিতাস উপজেলার এসিল্যান্ড রুবাইয়া খানমসহ কুমিল্লা জেলা প্রশাসক
কার্যালয়ের সহকারী কমিশনারবৃন্দ।