ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এডমিশন ফেয়ার শুরু
Published : Thursday, 11 March, 2021 at 12:00 AM, Update: 11.03.2021 1:56:30 AM
কুমিল্লায় সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এডমিশন ফেয়ার শুরুনিজস্ব প্রতিবেদক।। কুমিল্লা সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এডমিশন ফেয়ার শুরু হয়েছে। এই উপলক্ষে শিক্ষার্থীদের তৈরিকৃত বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প স্টলের মাধ্যমে প্রদর্শন করা হয়। বুধবার সন্ধ্যায় কুমিল্লায় টাউনহল মাঠে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এডমিশন ফেয়ার উপলক্ষে আয়োজিত প্রদর্শনী ফিতা কেঁটে উদ্বোধন করা হয়।  
উদ্বোধন অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ রুহুল আমিন, কুমিল্লা মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ জামাল নাসের, কুমিল্লা সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং সহসভাপতি মো. তারিকুল ইসলাম চৌধুরী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আলী হোসেন চৌধুরী।
উদ্বোধনের পূর্বে প্রদর্শনীতে ৯টি স্টলে শিক্ষার্থীদের তৈরিকৃত বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ঘুরে দেখেন।
সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং সহসভাপতি মো. তারিকুল ইসলাম চৌধুরী জানান, এই প্রদর্শনীর মাধ্যমে আগ্রহী শিক্ষার্থীরা কুমিল্লা সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক লাখ ৭২ হাজার ৫০০ টাকায় ৪ বছর মেয়াদি অনার্স শেষ করার বিশেষ ছাড় রয়েছে।