দ্বিতীয় দিনেও উইকেটে মিলল না বোলারদের জন্য তেমন কোনো সুবিধা। সুযোগটি বেশ ভালোভাবে কাজে লাগালেন হাশমতউল্লাহ শাহিদি। দুর্দান্ত ব্যাটিংয়ে তুলে নিলেন নিজের প্রথম ডাবল সেঞ্চুরি। গড়লেন আফগানিস্তানের হয়ে প্রথম ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি। তার দলও পেল নিজেদের ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহ।
আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দ্বিতীয় দিন ৪ উইকেটে ৫৪৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে আফগানিস্তান। তাদের আগের সর্বোচ্চ ছিল ৩৪২, বাংলাদেশের বিপক্ষে।
দিনের শেষ বেলায় ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়েও পেয়েছে ভালো শুরু। কোনো উইকেট না হারিয়ে প্রিন্স মাসভাউরে ও কেভিন কাসুজার ব্যাটে ৫০ রান নিয়ে দিন শেষ করেছে তারা।
আফগানিস্তানের এই রান আবু ধাবিতে এখন পর্যন্ত কোনো দলের পঞ্চম সর্বোচ্চ সংগ্রহ। দলটিকে বিশাল পুঁজি এনে দেওয়ার মূল কারিগর হাশমতউল্লাহ করেন ৪৪৩ বলে ২০০ রান। তার ইনিংসটি সাজানো ২১ চার ও এক ছক্কায়।
ব্যাট হাতে বড় অবদান রাখেন আসগর আফগানও। তার ব্যাট থেকে আসে ১৬৪ রান। ২৫৭ বলের ইনিংসে ১৪ চারের সঙ্গে আফগানিস্তান অধিনায়ক মারেন দুটি ছক্কা।
হাশমতউল্লাহর সঙ্গে আসগরের জুটি ৩০৭ রানের। টেস্টে চতুর্থ উইকেটে যা ১৮তম সর্বোচ্চ রানের জুটি। সংযুক্ত আরব আমিরাতে যেকোনো উইকেটে দ্বিতীয়। জিম্বাবুয়ের বিপক্ষে কোনো দলের তৃতীয় সর্বোচ্চ জুটি।
আগের দিনের অপরাজিত এই দুই জনের ব্যাটে বৃহস্পতিবার আফগানিস্তান দিন শুরু করে ৩ উইকেটে ৩০৭ রান নিয়ে। সাবধানী ব্যাটিংয়ে দিনের প্রথম সেশন কাটিয়ে দেন তারা।
হাশমতউল্লাহ টেস্ট মেজাজে ব্যাটিং করে নিজের প্রথম সেঞ্চুরি স্পর্শ করেন ২৭৬ বলে। প্রথম দিনই সেঞ্চুরি করা আসগর এগোতে থাকেন বড় ইনিংস খেলার দিকে। লাঞ্চ বিরতির পর তিনি ১৫০ করেন ২২৭ বলে।
এরপর আসগর আর টিকতে পারেননি বেশিক্ষণ। সিকান্দার রাজার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ১৬৪ রানে। ততক্ষণ পর্যন্ত টেস্টে যা ছিল আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস।
নাসির জামালকে নিয়ে দলের রান বাড়াতে থাকেন হাশমতউল্লাহ। খেলতে থাকেন ধীরেসুস্থে, বলের মেধা বুঝে। তবে বাজে বল পেলে তুলে নিচ্ছিলেন বাউন্ডারি।
হাশমতউল্লাহর ১৫০ আসে ৩৪২ বলে। এরপর তিনি টপকে যান আসগরের রান, গড়েন দেশের হয়ে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড। হাশমতউল্লাহ ডাবল সেঞ্চুরিতে পৌঁছান ৪৪৩ বলে। এরপরই ইনিংস ঘোষণা করে দেয় আফগানিস্তান।
এর মাঝে নাসির ৮৬ বলে তুলে নেন তার প্রথম টেস্ট ফিফটি। তিনি অপরাজিত ছিলেন ৫৫ রানে। এই দুই জনের অবিচ্ছিন্ন জুটিতে আফগানিস্তান পায় ১১৭ রান।
পরে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ের দুই ওপেনার মাসভাউরে ও কাসুজাও ছিলেন বেশ সাবধানী। দেখেশুনে খেলে নিরাপদেই ১৭ ওভার কাটিয়ে দেন তারা।
সংক্ষিপ্ত স্কোর:আফগানিস্তান ১ম ইনিংস: ১৬০.৪ ওভারে ৫৪৫/৪ ইনিংস ঘোষণা (হাশমতউল্লাহ ২০০*, আসগর ১৬৪, নাসির ৫৫*; মুজারাবানি ২৬-৫-৬২-০, নিয়াউচি ২৪-৪-১০২-১, তিরিপানো ২০.৪-১-৮৩-০, রাজা ৩১-৪-৭৯-১, উইলিয়ামস ৩০-৪-৯৭-০, বার্ল ২০-১-৬৯-১, মাধেভেরে ৯-০-৩৬-০)।
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ১৭ ওভারে ৫০/০ (মাসভাউরে ২৯*, কাসুজা ১৪*; শিরজাদ ৪-০-১১-০, হামজা ৮-০-১৮-০, রশিদ ৫-১-১৫-০)।