কুমিল্লার দেবীদ্বারে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তিশা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় বাসের চালকসহ অন্তত ১৫ জন যাত্রী গুরুতর আহত হন। এদিকে আহতদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
তার নাম মাহবুব আলম (২০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের বাঙ্গরার বাসিন্দা।
আজ বৃহস্পতিবার ভোরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে উপজেলা বারেরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
দেবীদ্বার থানার ওসি আরিফুর রহমান জানান, ভোর ৪টার সময় এ দুর্ঘটনা ঘটে। ৪/৫ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মিরপুর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মৃদুল কান্তি কুরি জানান, ভোরে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাছের সঙ্গে বাসের ধাক্কা লাগে। এতে অন্তত ১৫ যাত্রী আহত হয়। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।