কুমিল্লায় সাড়ে পাঁচ হাজার ইয়াবাসহ মা-মেয়ে আটক
Published : Friday, 12 March, 2021 at 12:00 AM
কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লায় বিপুল পরিমাণের ইয়াবা ট্যাবলেট পাচারকালে মা-মেয়েকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (১১ মার্চ) কুমিল্লার সদর উপজেলার চট্টগ্রাম-ঢাকাগামী মহাসড়কের আমতলী এলাকায় অভিযান চালিয়ে ওই মা-মেয়েকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের কাছে থাকা ৫ হাজার ৬২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন যাবত কক্সবাজার উখিয়া ও টেকনাফ থেকে কুমিল্লা, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট পাচার করে আসছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মা-মেয়ে হলো, কক্সবাজার জেলার উখিয়া উপজেরার বালুখালী গ্রামের মৃত ছব্বির আহম্মদের স্ত্রী আনোয়ারা বেগম (৬০) এবং মৃত ছব্বির আহম্মদের মেয়ে জিয়াসমিন আক্তার ময়না (২১)।
তিনি আরও জানান, গ্রেফতার মা-মেয়ে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী থানায় মামলা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
অপরদিকে কুমিল্লা নগরীর স্টেশন রোডে সবুজ বাংলা রেস্ট হাউসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণের ইয়াবা ট্যাবলেটসহ সরবরাহকারী দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমশিনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আবু সাঈদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থাকা তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা।
গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লার সদর উপজেলার বিবির বাজার শাহপুর এলাকার টুক্কু মিয়ার ছেলে মো. মনির (৪০) ও একই এলাকার মো. আলকাম মিয়ার ছেলে আবদুল কাদের (২৫)।
কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমশিনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আবু সাঈদ জানান, জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান নির্দেশনা মোতাবেক কুমিল্লা নগরীর স্টেশন রোডে সবুজ বাংলা রেস্ট হাউসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপন তথ্যের ভিত্তিতে ইয়াবা বিক্রিকালীন দুইজন ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। মোবাইল কোর্টকে আইন শৃঙ্খলা রায় সহায়তা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সদস্যরা।