ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
স্বাধীনতা টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট
জয় পেলো চর্থা, কালিয়াজুরী,অশোকতলা ও ঠাকুরপাড়া
Published : Friday, 12 March, 2021 at 12:00 AM
জয় পেলো চর্থা, কালিয়াজুরী,অশোকতলা ও ঠাকুরপাড়া ক্রীড়া প্রতিবেদক: টান টান উত্তেজনা, ঝড়ো ব্যাটিং আর বিধ্বংসী বোলিং নৈপুণ্যে গতকাল কুমিল্লায় স্বাধীনতা টি-টেন টুর্নামেন্টের চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের একমাত্র ভেন্যু কুমিল্লা জিলা স্কুল মাঠে চার ম্যাচে জয় পেয়েছে চর্থা ফ্রেন্ডস্, কালিয়াজুরী সুপার কিংস, অশোকতলা একাদশ ও ঠাকুরপাড়া ওয়ারিওরস্।
দিনের প্রথম ম্যাচে নির্দিষ্ট ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৭৭ রান করে গর্জনখোলা। জবাবে ব্যাট করতে নেমে ৮ ওভার ৫ বলে ৪ উইকেট হাতে রেখে সহজ জয় তুলে নেয় চর্থা ফ্রেন্ডস্। গর্জনখোলার পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ১৩ রান করেন বোরহান। বল হাতে ২১রান দিয়ে ২ উইকেট নেন প্রান্ত।
দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় কালিয়াজুরী সুপার কিংস বনাম চাঁনপুর গ্রিন পিস। ব্যাট করতে নেমে নির্দিষ্ট ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে কালিয়াজুরী সুপার কিংস। জবাবে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৭উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করে চাঁনপুর গ্রিন পিস। এতে ৫৬ রানের বিশাল ব্যবধানে জয় পায় কালিয়াজুরী সুপার কিংস। ব্যাট হাতে কালিয়াজুরীর পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন সাজিদ ও ৪৩ রান করেন মিরাজ।  চাঁনপুর গ্রিন পিসের পক্ষে ৪২ রান করেন রোহান । বল হাতে ২০ রান খরচ করে ৩ ইউকেট নেন নাজমুল ।
তৃতীয় ম্যাচে উইজার্ড কিংসের মুখোমুখি হয় অশোকতলা একাদশ। ব্যাট করতে নেমে নির্দিষ্ট ১০ ওভারে ১০ উইকেট হারিয়ে ৯৯ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০০ রান সংগ্রহ করে অশোকতলা একাদশ। এতে ৬ উইকেট হাতে রেখে সহজ জয় পায় অশোকতলা একাদশ। ব্যাট হাতে উইজার্ড কিংসের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন রানা । অন্যদিকে অশোকতলা একাদশের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন ইমন। বল হাতে ৪৮ রান খরচ করে সর্বোচ্চ ৩ উইকেট নেন হামিম।  
দিনের চতুর্থ ও শেষ ম্যাচে ঠাকুরপাড়া ওয়ারিওরস্রে মুখোমুখি হয় আলোকিত বজ্রপুর। প্রথমে ব্যাট করতে নেমে নির্দিষ্ট ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করে ঠাকুরপাড়া ওয়ারিওরস্। জবাবে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ৯০ রান সংগ্রহ করে আলোকিত বজ্রপুর। এতে ৪৭ রানের বিশাল জয় পায় ঠাকুরপাড়া ওয়ারিওয়র্স। ব্যাট হাতে ঠাকুরপাড়া ওয়ারিওরস্রে পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন হীরা।