ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পাত্তাই পেল না আইরিশরা
Published : Saturday, 13 March, 2021 at 12:00 AM
বাংলাদেশ সফরে এসে একদমই সুবিধা করতে পারছে না আইরিশ উলভস। একমাত্র অনানুষ্ঠানিক টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজটাও এক ম্যাচ বাকি থাকতে খুইয়ে বসেছে সফরকারি দল।
গতকাল শুক্রবার ঢাকার মিরপুর শেরে বাংলায় অনানুষ্ঠানিক চতুর্থ ওয়ানডেতে আইরিশদের ৮ উইকেট আর ৫১ বল হাতে রেখে হেসেখেলে হারিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। এতে পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে গেছে তারা। সিরিজের প্রথম ওয়ানডেটি করোনার কারণে বাতিল হয়েছিল।
মিরপুরে সুমন খানের বোলিং তোপে ৪৬.২ ওভারে ১৮২ রানেই গুটিয়ে যায় আইরিশ উলভসের ইনিংস। দলের পে সর্বোচ্চ ৪০ রান করেন তিন নম্বরে নামা মার্ক এডায়ার। এছাড়া রোহান প্রিটোরিয়াস ৩৫ এবং গ্রাহাম হোমে খেলেন অপরাজিত ২৯ রানের ইনিংস।
সুমন খান ৩১ রান খরচায় নেন ৪টি উইকেট। ২টি করে উইকেট শিকার করেন মুকিদুল ইসলাম মুগ্ধ, রাকিবুল হাসান এবং সাইফ হাসান।
ল্য ১৮৩ রানের। ১০ রানের মধ্যে তানজিদ হাসান আর ইয়াসির আলি রাব্বিকে হারিয়ে বড় ধাক্কা খেয়েছিল বাংলাদেশ ইমার্জিং দল। ইনিংসের চতুর্থ ওভারের প্রথম আর শেষ বলে দুজনকে তুলে নেন পিটার চেজ।
তবে এরপর আর আইরিশদের মাথায় চড়ে বসতে দেননি মাহমুদুল হাসান জয়-তৌহিদ হৃদয়। তৃতীয় উইকেটে তারা ১৭৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন।
দুই ব্যাটসম্যানেরই সুযোগ ছিল সেঞ্চুরি পাওয়ার। কিন্তু ল্য পূরণ হয়ে যাওয়ায় আর তিন অংক ছোঁয়া হয়নি কারও। ১৩৫ বলে ৮ বাউন্ডারিতে ৮০ রানে অপরাজিত থাকেন জয়। হৃদয় ছিলেন বেশি স্বাচ্ছন্দ্য, ৯৭ বলে ৯ চারে হার না মানা ৮৮ রান করেন তিনি।