দাউদকান্দিতে বাল্যবিবাহ বন্ধ করে দিলেন ইউএনও
Published : Saturday, 13 March, 2021 at 12:00 AM
আলমগীর, হোসেন দাউদকান্দি ।।
কুমিল্লার দাউদকান্দিতে একটি বাল্যবিবাহ বন্ধ করে মেয়ের পরিবারকে আর্থিক সহযোগিতা করলেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান।
শুক্রবার উপজেলার বিটেশ্বর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে বাল্য বিবাহ অনুষ্ঠিত হচ্ছে এমন খবরের ভিত্তিতে ঘটনাস্থলে যান ইউএনও। সেখানে গিয়ে দেখেন ওই গ্রামের আব্দুর রহিমানের মেয়ে মিম আক্তার (১৬ বছর ১০ মাস) কে পারিবারিক অস্বচ্ছলতার কারনে তাড়াহুড়ো করে বাল্যবিবাহ দিতে যাচ্ছে পরিবার। পরে উপজেলা নির্বাহি অফিসার বিয়ে বন্ধ করে মেয়ের পরিবারকে নগদ ৫ হাজার টাকা প্রদান করেন এবং একটি সেলাই মেশিন ও একটি অটো রিস্কা দেওয়ার প্রতিশ্রুতি দেন।
অপরদিকে দাউদকান্দি উপজেলার পূর্বকাউয়াদি গ্রামে সাদিয়া আক্তার (১৬ বছর ১১ মাস) নামের আরেকটি বাল্য বিয়ে বন্ধ করেন ইউএনও। পরিবার দোষ স্বীকারের ভিত্তিতে বাল্য বিবাহ নিরোধ আইন,২০১৭ এর ৯ ধারা লংঘনে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ০১ মাসের বিনাশ্রম কারাদ- দেয়ার পাশাপাশি বাল্যবিবাহ না দেয়ার লিখিত অংগীকার আদায় করা হয়। জরিমানার টাকা তাৎণিক আদায় হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মইন উদ্দিন চৌধুরী, নোয়াগাঁও ওয়ার্ড মেম্বার মো: ওয়াসেক মিয়া ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।