ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দাউদকান্দিতে ৪০ মণ জাটকাসহ আটক ২
Published : Saturday, 13 March, 2021 at 12:00 AM
আলমগীর হোসেন,দাউদকান্দি।।
দাউদকান্দিতে ৪০ মণ ইলিশের জাটকাসহ দুজনকে গ্রেফতার করেছে কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো: জুয়েল রানা। বৃহস্পতিবার ভোরে দাউদকান্দি গোমতী নদীর তীরে অবিস্থত মৎস্য আড়তে অভিযান চালিয়ে ৪০ মণ ইলিশের জাটকা উদ্ধার এবং দুজনকে আটক করে।
গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি গোমতী নদী থেকে দুটি ট্রলার ভর্তি ও মৎম্য আড়ৎ থেকে একটি মিনি পিকআপ ভর্তি এবং একটি আড়ৎ ঘরে অভিযান চালিয়ে ড্রাম ভর্তি মোট ৪০ মণ ইলিশের জাটকা উদ্ধার করে সিনিয়র এএসপি মো: জুয়েল রানা। এসময় জাটকা ধরা ও বিক্রির অভিযোগে ২ জনকে আটক করা হয়।
কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার ( দাউদকান্দি সার্কেল) মো: জুয়েল রানা বলেন, ইলিশের জাটকা ধরা এবং বিক্রির অভিযোগে আটকৃত দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে নিলামের পর মাছগুলো বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় দিয়ে দেওয়া হয়।
এদিকে ইলিশের জাটকা আটক সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন, দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম শেখ।
গ্রেফতারকৃতরা হলো চাঁদপুর জেলার মতলব উত্তর থানার বাহাদুরপুর উত্তর পাড়া গ্রামের নজরুল মিজির ছেলে মো: তপন (৩৫) এবং কুমিল্লার দাউদকান্দি উপজেলার উত্তর নছরুদ্দি গ্রামের কাশেম বেপারীর ছেলে মো: আবুল কালাম (৩৫) ।