স্টাফ
রিপোর্টার।। কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী
আইনজীবী ঐক্য ফোরাম/পরিষদের ‘সভাপতি - শরীফুল ইসলাম এবং সধারণ সম্পাদক পদে-
শহিদুল্লাহ’ প্যানেল ১২টি পদে এবং আওয়ামীলীগের একাংশ সমর্থিত আইনজীবী
সমন্বয় পরিষদ ৫টি পদে জয়লাভ করেছে। বিএনপি জামাত সমর্থিত প্যানেলের এই
বিপুল জয় এসেছে আওয়ামীলীগের দুটি পৃথক প্যানেলের কারণে। দীর্ঘ দিন ধরে
বঞ্চিত,অবহেলিত,অপমানিতরা আলাদা প্যানেল দিলে আওয়ামী লীগের ভরাডুবি হয়।
বাংলাদেশ
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরাম/পরিষদের ‘সভাপতি পদে শরীফুল ইসলাম ৫৪০
ভোটে এবং সধারণ সম্পাদক পদে শহিদুল্লাহ ৪৫৪ ভোটে নির্বাচিত হয়েছেন। তাদের
প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের একাংশ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ
প্যানেল: সভাপতি পদে আহছান উল্লাহ খন্দকার (৩৩২), সাধারণ সম্পাদক পদে মোঃ
জাহাঙ্গীর আলম ভুইয়া (৩৪৫) পেয়ে পরাজিত হয়েছেন। আওয়ামীলীগ আরেক অংশ সমর্থিত
অপর প্যানেল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল: সভাপতি- গোলাম ফারুক
১৪০ ভোট ও সাধারণ সম্পাদক- নুরুল আফসার মিজান ১৯৭ ভোট পেয়েছেন। অসমর্থিত
সূত্রে এ তথ্য জানা গেছে।
নির্বাচনে- আওয়ামী লীগের সম্মিলিত আইনজীবী
সমন্বয় পরিষদ ‘সভাপতি- আহসান উল্যাহ খন্দকার ও সাধারণ সম্পাদক- জাহাঙ্গীর
আলম’ প্যানেল, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ কুমিল্লা সমর্থিত
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ‘সভাপতি- গোলাম ফারুক এবং সাধারণ সম্পাদক-
নুরুল আফসার মিজান’ প্যানেল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য
ফোরাম/পরিষদের ‘সভাপতি - শরীফুল ইসলাম এবং সধারণ সম্পাদক পদে- শহিদুল্লাহ’
প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এছাড়া সাধারণ সম্পাদক পদে ইসলাম ইবনে শাইখ
নামে এক আইনজীবী স্বতন্ত্র এবং সদস্য পদে মানিক চন্দ্র ভৌমিক নামে এক
স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দীতা করেছেন।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে
শুরু করে বিকাল ৫টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। আইনজীবী সমিতি ভবনের ৭ নম্বর হল
রুমকে করা হয়েছিল ভোট কেন্দ্র। নির্বাচনে ১ হাজার ৮৩ জন আইনজীবী ভোটারের
মধ্যে ১০২৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বিজয়ী হয়েছেন যারা:
বাংলাদেশ
জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ/ ফোরাম: সভাপিত মোঃ শরিফুল ইসলাম (৫৪০),
সহ-সভাপতি আবদুল বারী (৪৬৮), সহ সভাপতি ছিদ্দিকুর রহমান(৪৪৭), সাধারণ
সম্পাদক মোঃ সহিদ উল্লাহ(৪৫৪), সহ-সাধারণ সম্পাদক আল মাহমুদ সাগর(৫৫৫),
কোষাধ্য মোঃ ইফতেখার হোসেন(৪৮৬), সেক্রেটারী লাইব্রেরী মোঃ তারিকুল ইসলাম
মজুমদার(৫৩৫), সেক্রেটারী রিক্রিয়েশন বিল্লাল হোসেন ভুইয়া(৫৮০), সদস্য পদে
মোঃ একেএম হাছানুল হক(৪৩৪), এএসএম সাইফুল ইসলাম(৪৬৬), ফারহানা সেলিম(৫৬৩),
সাহিদা বেগম(৪৭৫)।
আওয়ামীলীগের একাংশ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয়
পরিষদ প্যানেল থেকে সেক্রেটারী এনরোলমেন্ট নবেন্দু বিকাশ দোলন (৪৭১),
সহ-সেক্রেটারী এনরোলমেন্ট তাহমিনা মুজাহিদ (৪৫০), সদস্য মোঃ কামাল
হোসেন(মির্জা কামাল) (৪৪৬), কৌশিক সরকার (৪৯১) ও তাহমিনা বেগম (৪২১)।
কে কতো ভোট পেলেন:
বাংলাদেশ
জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ/ ফোরাম: সভাপিত মোঃ শরিফুল ইসলাম (৫৪০),
সহ-সভাপতি আবদুল বারী(৪৬৮), সহ সভাপতি ছিদ্দিকুর রহমান(৪৪৭), সাধারণ
সম্পাদক মোঃ সহিদ উল্লাহ(৪৫৪), সহ-সাধারণ সম্পাদক আল মাহমুদ সাগর(৫৫৫),
কোষাধ্য মোঃ ইফতেখার হোসেন(৪৮৬), সেক্রেটারী লাইব্রেরী মোঃ রফিকুল ইসলাম
মজুমদার(৫৩৫), সেক্রেটারী এনরোলমেন্ট আবদুস সবুর(৪৪১), সহ-সেক্রেটারী
এনরোলমেন্ট মোঃ সাইফুর রহমান সায়েম(৪১১), সেক্রেটারী রিক্রিয়েশন বিল্লাল
হোসেন ভুইয়া(৫৮০), সদস্য পদে- মোঃ নুরুল ইসলাম, মনিবুর রহমান চৌধূরী, মোঃ
একেএম হাছানুল হক(৪৩৪), মোঃ ছাদেকুর রহমান, এএসএম সাইফুল ইসলাম(৪৫৬),
ফারহানা সেলিম(৫৬৩), সাহিদা বেগম(৪৭৫)।
সম্মিলিত আইনজীবী সমন্বয়
পরিষদ প্যানেল: সভাপতি আহছান উল্লাহ খন্দকার (৩৩২), সহ-সভাপতি মোঃ শাহ
আলম-১ (৩০২), সহ সভাপতি মোঃ নুরুল ইসলাম-২ (৪২৯), সাধারণ সম্পাদক মোঃ
জাহাঙ্গীর আলম ভুইয়া (৩৪৫), সহ-সাধারণ সম্পাদক খন্দকার মারুফ (৩০৯),
কোষাধ্য মোঃ আমির হোসেন খান (৩৮৩), সেক্রেটারী লাইব্রেরী হালিমা বেগম(৩৪৬),
সেক্রেটারী এনরোলমেন্ট নবেন্দু বিকাশ দোলন (৪৭১), সহ-সেক্রেটারী
এনরোলমেন্ট তাহমিনা মুজাহিদ (৪৫০), সেক্রেটারী রিক্রিয়েশন সাহাব উদ্দিন
(৩৬১), সদস্য মোঃ কামাল হোসেন(মির্জা কামাল) (৪৪৬), কৌশিক সরকার (৪৯১),
সাইফুর রহমান(২৫৮) , মোহাম্মদ আবদুল হান্নান (৩৪০), মোহামম্মদ আবু কাউসার
(৩৬৫), মোতাহার হোসেন চৌধুরী (৩০২) ও তাহমিনা বেগম (৪২১)।
বঙ্গবন্ধু
আওয়ামী আইনজীবী পরিষদ কুমিল্লা সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ
প্যানেল: সভাপতি- গোলাম ফারুক (১৪০), সহ-সভাপতি- শামীম আরা চৌধুরী (২২১),
রতন কুমার দাস (১১০), সাধারণ সম্পাদক- নুরুল আফসার মিজান (১৯৭), সহ-সাধারণ
সম্পাদক- মোঃ জাফর উল্লাহ ভুাইয়া (১৪৪), কোষাধ্য- এ এস এম রফিকুল
ইসলাম(১৩৪), লাইব্রেরী সম্পাদক- মোশারফ হোসেন টিটু (১৪১), রিক্রিয়েশন এন্ড
কালচারাল সম্পাদক-খাইরুল আনাম পটু(৬৫), এনরোলমেন্ট সম্পাদক-মোঃ সিহাবুল
ইসলাম দিপু(৯৩), সহ-এনরোলমেন্ট সম্পাদক- সুবীর নন্দী বাবু(১৪০), সদস্য- মোঃ
জলিল আহমেদ (১৩০), কাজী ফয়সল আহমেদ খাঁন (১১২), মোঃ আনোয়ারুল হক(১৫৬),
মকবুল হোসেন (২০০), মবিনুল হক (১৩৬), এনামুল হক কাজল (২২৩), সালাহউদ্দিন
আহম্মেদ (২৬)।
এছাড়াও সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী মো. ইসলাম ইবনে শেখ ১৮ ভোট পেয়েছেন।