Published : Sunday, 14 March, 2021 at 12:00 AM, Update: 14.03.2021 1:32:29 AM
আলমগীর হোসেন,দাউদকান্দি।।
শুক্রবার
দুপুরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের স্বপাড়া গ্রামে
নিজেদের জমি রা করতে তিন সহদর সাথে এক কিশোরকে নিয়ে মানবন্ধন করেছেন
সংখ্যালঘু সম্প্রদায়ের পরিবার। নিজস্ব ব্যক্তিমালিকানাধীন জমি দখল করে
রাস্তা নির্মানের এমন অভিযোগ ওঠেছে উপজেলার মারুকা ইউনিয়নের স্বপাড়া
গ্রামে।
ভুক্তভোগী অমর কৃষ্ণ পোদ্দার জানান, আমাদের ২ শতো বছরের পুরানো
সম্পত্তি যা বর্তমানেও আমাদের ভোগ দখলে কিন্তু এলাকার ইউপি চেয়ারম্যান
খলিলুর রহমান তালুকদার ও স্থানীয় বিএনপি নেতা রহমতল্লার যোগসাজশে ৩০৫ শতক
জমির মূল অংশ কেটে রাস্তা নির্মাণ করে আমাদের ফসলি জমি বিনষ্ট করছে। তবে
এসব অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান তালুকদার বলেন, আমি
কয়েটি গ্রামের কয়েক শতাধিক পরিবারের চলাচলের জন্য এই রাস্তা নির্মাণ
করতেছি। অভিযোগ কারীদের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। আর যে জায়গা দিয়ে রাস্তা
নির্মাণ কাজ চলছে এই জমির মূল মালিকানায় তারা দাবিদার নয়।