ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় কালবৈশাখী : শুকনো ঝড়ে দুর্ভোগ, ক্ষয়ক্ষতি
পরবর্তী ২৪ ঘণ্টায় দমকা হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে
Published : Sunday, 14 March, 2021 at 12:00 AM, Update: 14.03.2021 1:33:47 AM

কুমিল্লায় কালবৈশাখী : শুকনো ঝড়ে দুর্ভোগ, ক্ষয়ক্ষতিমাসুদ আলম ।।
কুমিল্লায় বছরের প্রথম কালবৈশাখী ঝড় বয়ে গেল গতকাল শনিবার। সন্ধ্যা ৬টা নাগাদ হঠাৎ ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার গতিতে দমকা বাতাস ও ধূলিঝড় শুরু হয়। রাস্তাঘাটের ধুলাবালিতে প্রায় বন্ধ হয়ে পড়ে নগরীর জনজীবন। ধূলিঝড়ে সড়কে ও এখানে-ওখানে পড়ে থাকা ধুলাবালি উড়ে পথচারীসহ ঘরের বাইরে থাকা মানুষজনের চোখেমুখে ঢুকে যায়। নগরবাসী পড়ে যান হঠাৎ দুর্ভোগে।
তবে কালবৈশাখী ও ধূলিঝড়ের মধ্যে কুমিল্লার বিভিন্ন উপজেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও নগরীতে বৃষ্টির দেখা মেলেনি। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে কুমিল্লায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস সূত্র জানায়।
কুমিল্লা আবহাওয়া অফিসের কর্তকর্তা মোহাম্মদ ইসমাইল ভূঁইয়া জানান, শনিবার সন্ধ্যায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা ও ঝড়োবাতাস বয়ে গেছে। বর্তমান সময়টা কালবৈশাখীর মৌসুম হওয়ায় এভাবে যেকোনো সময় দমকা ও ঝড়োবাতাস অব্যাহত থাকবে। স্বাভাবিক অবস্থায় বাংলাদেশে মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত এই কালবৈশাখীর প্রভাব থাকবে। বর্তমানে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দণি বঙ্গোপসাগরে অবস্থান করছে।
তিনি আরও জানান, শনিবার কুমিল্লা নগরীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ড্রিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ড্রিগ্রি সেলসিয়াস বেশি/কম। কুমিল্লায় বৃষ্টিপাত হলে এই মৌসুমে তাপমাত্রা আরও বাড়বে।
গতকাল সন্ধ্যায় ঘন্টায় ৩০-৪০ কিলোমিটার গতিতে এই দমকা বাতাস ও ঝড়োহাওয়ায় কুমিল্লার বিভিন্ন উপজেলায় সড়কের গাছ উপড়ে পড়া এবং মাঠে থাকা ফসলের নানা ক্ষতির সংবাদ পাওয়া গেছে। মাঠের ফসলের জন্য এই মুহূর্তে বৃষ্টি অতি গুরুত্বপূর্ণ হলেও সেটির দেখা মেলেনি। উল্টো ঝড়োবাতাসে ক্ষতির সম্মখীন হয়েছেন অনেকে।