মায়াবী ঢল
Published : Wednesday, 17 March, 2021 at 12:00 AM
...................
খললিুর রাহমান
আমার নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদশে।
আমার ডাক নাম বাংলাদশে।
শখে মুজবিুর রহমান নামে আমি বশ্বিময় এক প্রগাঢ় কুজকাওয়াজ;
হমিালয়রে চয়েওে প্রসণ্ন বস্মিয়।
আমার জন্ম: রমনা রসের্কোস,ঢাকা, ০৭ র্মাচ,১৯৭১
২৫ র্মাচ ১৯৭১ আমি উপমাশূন্য লাশরে মছিলি।র্ববর আগুনে বুলটেে বয়েনটেে
এক দাউদাউ বপিন্ন র্স্বগ।
২৬ র্মাচ ১৯৭১ ঘাতকরে বরিুদ্ধে আমি অপারাজয়ে অবনিাশী প্রমেকি ঘাতক।
লখন্দিররে প্রাণরে দাবীতে বহেুলার বঠৈায় গাঙুররে জল।
র্সাটফিকিটেে জন্ম তারখি-১৬ ডসিম্বের,১৯৭১
আমার জন্মদাগ ১৯৫২।
১৯৫৪,৫৮,৬৬,৬৯ ইত্যাদি আমার জন্ম যন্ত্রণা।
আমার ভাষা 'বাংলা'।
আমার প্রতটিি র্বণরে কাছে নতজানু,
পৃথবিীর কংিবদন্তী সমস্ত ভাষা,সমস্ত পুষ্পপ্রাণ মানুষ।
গীতাঞ্জল,ি অগ্নবিীণা আমার ভাষার
উচ্চতা অনুমানরে নাতদর্িীঘ সলিবোস।
'জয় বাংলা' আমার মৃত্যুঞ্জয় উচ্চারণ,বয়েনটে-বুলটেরে বরিুদ্ধে অমোঘ এক কণ্ঠবোমা।
'আর যদি একটা গুলি চল'ে আমার হুংকার, ভস্মচাপা বারুদরে মুখে আগুনরে ঝড়।
'সাত কোটি মানুষকে দাবায় রাখতে পারবা না'
আমার আত্মোপলব্ধরি ছুঁড়া শাণতি র্বশা।
আমার বুকরে মাপ ১ লক্ষ ৫৬ হাজার ৫ শত ৭০ র্বগ ক.িম।ি
আমার বুকরে পাঁজর ৩০ লক্ষ শহদি।
আমার হৃৎপণ্ডি ২ লক্ষ বীরাঙ্গনা।
পদ্মা-মঘেনা-গোমত-িততিাস
আমার রক্তনালী।
আমার র্সবংসহা শরীর শখে ফজলিাতুন্নছো।
আমার সবুজ সকরুণ মুখ শখে ফজলিাতুন্নছো
আমার নপিীড়তি দুঃসময়ে নবিড়ি শুশ্রূষা শখে ফজলিাতুন্নছো
আমার ভালোবাসায়-বপ্লিব-েসংগ্রাম-ে অনবর্িায আশ্রয় এই মায়াবী ঢল।
যার স্বপ্নে আমি
যার প্রতটিি নশ্বিাসে আমি
যার পানরে বাটায় থরে থরে সাজানো আমি
আমি শখে মুজবি
আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদশে
আমি বাংলাদশে