Published : Tuesday, 16 March, 2021 at 12:00 AM, Update: 16.03.2021 1:24:13 AM
তানভীর
দিপু: গত এক সপ্তাহের কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য পর্যালোচনা
করে দেখা গেছে, শনাক্তের বেশির ভাগই কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায়। গত
এক সপ্তাহে কুমিল্লা জেলায় যে ৬৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন তার মধ্যে
কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায়ই ৫৬ জন। এছাড়া গত এক সপ্তাহে যে ৩ জন
করোনায় শনাক্ত হয়ে মারা গেছেন বলে সিভিল সার্জন কার্যালয় তথ্য দিয়েছে; তার
মধ্যে দুই জনই কুমিল্লা নগরীর এবং পঞ্চাশোর্ধ নারী। এছাড়া স্বাস্থ্যবিভাগের
তথ্য মতে গতকাল কুমিল্লা জেলায় যে ৯৫ জনের করোনা পরীক্ষা করা হয়েছে তাদের
মধ্যে ১১ জন পজেটিভ শনাক্ত হয়েছেন। সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. নিসর্গ মেরাজ
চৌধুরী জানান, এসময়ে এসে করোনা বাড়ছে এর ২টি প্রধান কারন। প্রথমত অনেকেই
ভাবছেন করোনা টিকার প্রথম ডোজ নিয়ে সুরক্ষিত হয়ে গেছেন, মানছেন না
স্বাস্থ্যবিধি। দ্বিতীয়ত, অবাধ জন সমাগম। এমন অবস্থা থাকলে শুধু কুমিল্লা
সিটিতে নয়, পুরো জেলাতেই করোনা ছড়ানোর চিত্র বিস্তৃত হবে।
সিভিল সার্জন
ডা. মীর মোবারক হোসাইন কুমিল্লার কাগজকে জানান, মাস্ক ব্যবহারের কোন
বিকল্প নেই। তবে আমরা আবার পুণরায় ‘কনটাক্ট ট্রেসিং’ শুরু করেছি, যার
মাধ্যমে করোনা রোগী শণাক্ত হলে তার সাথে আর কে কে মিশেছেন সে বিষয়টি বেরে
করছি। তাদেরকে আইসোলেশনের ব্যবস্থা করা হচ্ছে।
এছাড়া তিনি আরো জানান,
যারা করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন, তারা দ্বিতীয় ডোজ নেয়া শুর” করবেন আরো
বেশ কয়েকদিন পর থেকে, কিন্তু এর মধ্যে কেউ অসচেতন হলে হবেনা। মাস্ক
ব্যবহার এবং স্বাস্থ্যবিধি জোরালো ভাবে বজায় রাখতে হবে।
করোনা সংক্রমণ
বৃদ্ধির কথা মাথায় রেখেই গত রবিবার কুমিল্লা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায়
মাস্ক ব্যবহার নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দেয়া হয়। এব্যাপারে আবারো সিটি ও
উপজেলা এলাকয় মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা দেন জেলা করোনা কমিটির
সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ কামর”ল হাসান।
সর্বশেষ তথ্য অনুযায়ী,
প্রথম ধাপের শুর” থেকে এই পর্যন্ত পুরো জেলায় করোনা শনাক্ত হয়েছেন ৯ হাজার ৪
শ ৩০ জন, সুস্থ হয়েছেন ৮ হাজার ৮ শ ৫৭ জন। করোনায় মোট ২৮১ জন মৃত্যুবরন
করেছেন।