ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পেছানো হলো নজরুলের কুমিল্লায় আগমনের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান
Published : Tuesday, 16 March, 2021 at 12:00 AM, Update: 16.03.2021 1:24:25 AM
পেছানো হলো নজরুলের কুমিল্লায় আগমনের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানমাসুদ আলম।।
পিছানো হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কুমিল্লায় আগমনে শতবর্ষ পূর্তি উদযাপন। চলতি বছরের এপ্রিল মাসে ৫দিন ব্যাপী আনুষ্ঠানমালার আয়োজনের কথা থাকলেও হঠাৎ করে আবারও করোনাভাইরাসের প্রকোপ বাড়ায় শতবর্ষ পূর্তি উদযাপনটি পিছানো হয়। তবে করোনাভাইরাসের সংক্রমণের হার আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে অসলে কবি নজরুলের কুমিল্লায় আগমনে শতবর্ষ পূর্তি উদযাপনের তারিখ ঘোষণা করা হবে। সোমবার (১৫ মার্চ) কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে এই সিদ্ধান্তে কথা জানান।
সভায় এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লার স্থানীয় সরকারের উপ পরিচালক মোহাম্মদ শওকত ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম সরদার, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আমীর আলী চৌধুরী, অধ্যক্ষ শান্তি রঞ্জন ভৌমিক, নারী নেত্রী পাপড়ি বসু, অধ্যক্ষ হাসান ইমাম ফটিক, কলামিস্ট আলী হোসেন চৌধুরী, উদিসীর শেখ ফরিদ, সাবেক কালচারাল অফিসার বশিরুল আনোয়ার, সনাকের বদরুল হুদা জেনু, দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক আবুল কাশেক হৃদয়, নাট্য ব্যক্তিত্ব শাহজাহান চৌধুরী ও জেলা কালচারাল অফিসার আয়াজ আবুদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।