ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় সাংবাদিকদের সাথে মতবিনিময়
মুক্তিযুদ্ধে যাঁর যা অবদান, তাঁর ততটুকুস্বীকৃতি দেয়ার আহবান বিএনপির
Published : Monday, 15 March, 2021 at 12:00 AM
মুক্তিযুদ্ধে যাঁর যা অবদান, তাঁর ততটুকুস্বীকৃতি দেয়ার আহবান বিএনপিরজহির শান্ত ।।
মহান মুক্তিযুদ্ধে যাঁর যা অবদান, তাঁর ততটুকু স্বীকৃতি দেয়ার আহবান জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের বীরত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরে তারা বলেন, ‘সরকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খেতাব কেড়ে নেয়ার চেষ্টা করছে। কিন্তু জিয়াকে অস্বীকার করলে তো মুক্তিযুদ্ধকেই অস্বীকার করা হয়। জিয়াকে খাটো করলে দেশ খাটো হয়, মুক্তিযুদ্ধ প্রশ্নের সম্মুখীন হয়। তাই আমাদের দাবী মুক্তিযুদ্ধে যাঁর যা অবদান, তাঁর ততটুকু স্বীকৃতি দেয়া হোক।’
রবিবার ১৪ মার্চ কুমিল্লায় ‘মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে কুমিল্লা বিভাগের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়’ বিএনপি নেতৃবৃন্দ এসব কথা বলেন।
কুমিল্লা নগরীর বাদুড়তলাস্থ দক্ষিণ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন মিডিয়া কমিটি আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন মিডিয়া কমিটির আহবায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথি ছিলেন সুবর্ণ জয়ন্তী উদযাপক কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন মিডিয়া কমিটির সদস্য সচিব ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ।
সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
মতবিনিময় সভায় সুবর্ণ জয়ন্তী উদযাপন কেন্দ্রীয় মিডিয়া কমিটির ফারজানা শারমিন রূপা, মিডিয়ার কমিটির রাজশাহী বিভাগের সদস্য সচিব মাহমুদা হাবিবা উপস্থিত ছিলেন।
সঞ্চালনা করেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযান কমিটি কুমিল্লা বিভাগের সদস্য সচিব ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। অভ্যর্থনায় ছিলেন মিডিয়ার কমিটির (কুমিল্লা বিভাগ) আহবায়ক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির প্রচার সম্পাদক মোস্তফা জামান।
মতবিনিময় সভায় কুমিল্লা মহানগর বিএনপি নেতা আমিরুজ্জামান আমির, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল কাইয়ুম, দক্ষিণ জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর যুবদলের সভাপপতি উদবাতুল বারী আবু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার, সাধারণ সম্পাদক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব, মহানগর ছাত্রদলের সভাপতি রিয়াজ, সুবর্ণ জয়ন্তী উদযাপন মিডিয়া কমিটি কুমিল্লা দক্ষিণ জেলার সমন্বয়ক সফিউল আলম রায়হান, সারোয়ার জাহান দোলন, চাঁদপুর জেলার সমন্বয়ক সেলিম উস্সালাম, উত্তর জেলার সমন্বয়ক কবির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার সমন্বয়ক
সহ দক্ষিণ জেলা-মহানগর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।