আগামী
২৯ মার্চ রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো.
নূরুল ইসলামের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে একথা জানানো হয়।
রোববার (১৪ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকে কমিটির ওই সভা অনুষ্ঠিত হয়।
কমিটির
প থেকে জানানো হয়, রোববার সন্ধ্যায় দেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের
চাঁদ দেখা যায়নি। এজন্য সোমবার (১৫ মার্চ) রজব মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে।
মঙ্গলবার (১৬ মার্চ) থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ২৯
মার্চ সোমবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। শবেবরাতের পরদিন
বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি। এবার এ ছুটি পড়েছে ৩০ মার্চ
(মঙ্গলবার)।
‘শব’ শব্দের অর্থ রাত এবং ‘বরাত’ শব্দের অর্থ সৌভাগ্য। আরবি ‘লাইলাতুল বরাত’ মানে সৌভাগ্যের রাত।
মহিমান্বিত
এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় বেশি বেশি
নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকিরে মগ্ন থাকবেন। অনেকে রোজা রাখেন,
দান-খয়রাত করেন। অতীতের গুনাহের জন্য মাপ্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের
কল্যাণ কামনা করে মোনাজাত করবেন মুসলমানরা।