জহির শান্ত: মহান মুক্তিযুদ্ধে যাঁর যা অবদান, তাঁর ততটুকু স্বীকৃতি দেয়ার আহবান জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের বীরত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরে তারা বলেন, ‘সরকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খেতাব কেড়ে নেয়ার চেষ্টা করছে। কিন্তু জিয়াকে অস্বীকার করলে তো মুক্তিযুদ্ধকেই অস্বীকার করা হয়। জিয়াকে খাটো করলে দেশ খাটো হয়, মুক্তিযুদ্ধ প্রশ্নের সম্মুখীন হয়। তাই আমাদের দাবী মুক্তিযুদ্ধে যাঁর যা অবদান, তাঁর ততটুকু স্বীকৃতি দেয়া হোক।’
রবিবার ১৪ মার্চ কুমিল্লায় ‘মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে কুমিল্লা বিভাগের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়’ বিএনপি নেতৃবৃন্দ এসব কথা বলেন।
কুমিল্লা নগরীর বাদুড়তলাস্থ দক্ষিণ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন মিডিয়া কমিটি আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন মিডিয়া কমিটির আহবায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথি ছিলেন সুবর্ণ জয়ন্তী উদযাপক কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন মিডিয়া কমিটির সদস্য সচিব ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ।
সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন। সঞ্চালনা করেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযান কমিটি কুমিল্লা বিভাগের সদস্য সচিব ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। অর্ভ্যর্থনায় ছিলেন মিডিয়ার কমিটির (কুমিল্লা বিভাগ) আহবায়ক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির প্রচার সম্পাদক মোস্তফা জামান।
মতবিনিময় সভায় কুমিল্লা মহানগর বিএনপি নেতা আমিরুজ্জামান আমির, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল কাইয়ুম, দক্ষিণ জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিনসহ দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।