ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কুমিল্লার ব্যান্ড সঙ্গীত শিল্পী
আহত আরো ৫ শিল্পী
Published : Sunday, 14 March, 2021 at 12:00 AM, Update: 14.03.2021 1:34:18 AM
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কুমিল্লার ব্যান্ড সঙ্গীত শিল্পী তানভীর দিপুঃ
চট্টগ্রামের মীরসরাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দুই ব্যান্ড শিল্পী প্রাণ হারিয়েছেন। তারা হলেন- পারকাশনিস্ট পার্থ ক গুহ ও প্যাডিস্ট হানিফ আহমেদ। উপজেলার সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কনটেইনারবাহী লরি ও মাইক্রোবাসের সংঘর্ষে এ দুর্ঘটনা হয়। দুর্ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেন জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ইছহাক। তিনি জানান, ঢাকা থেকে একটি মাইক্রোবাস কক্সবাজার যাচ্ছিল। ওই মাইক্রোবাসে চালকসহ ছিলেন আটজন।
অন্যদিকে কন্টেইনারবাহী লরি ছিল ঢাকামুখী। মীরসরাইয়ের সোনাপাহাড় এলাকায় বিশ্বরোডের মুখে লরিটি মহাসড়কের ঢাকামুখী অংশ অতিক্রম করে চট্টগ্রামমুখী অংশে ঢুকে যায়। এসময় চট্টগ্রামমুখী মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয়রা মিলে আহতদের মাস্তাননগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে পার্থ প্রতীমকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত তিনজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার জানান, শনিবার সকাল আটটার দিকে গুরুতর আহত অবস্থায় তিনজনকে এখানে আনা হয়। এর মধ্যে হানিফ আহমেদকে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুমিল্লা জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদ জানান, চট্টগ্রামে দুর্ঘটনা ঘটেছে। তারা চাঁদপুর থেকে কক্স বাজার যাচ্ছিলো। দুই জন প্রাণ হারিয়েছে বলে শুনেছি। আমরা দুঃখিত।
পার্থ অক্টোপ্যাড ও হানিফ অক্টোপ্যাড-ড্রাম বাজাতেন। পার্থ প্রতিম কুমিল্লার ছেলে। তার চাচা বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও ভাস্কর উত্তম গুহ।
হাইওয়ে পুলিশের এসআই ইছহাক মিয়া বলেন, ‘লরি ও মাইক্রোবাসটিকে মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে। লরিটি পুলিশ জব্দ করেছে। তবে লরির চালক ও সহকারি পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।