তানভীর দিপু ।।
মুক্তিযুদ্ধকালীন
ন্যাপ-কমিউনিস্ট পার্টি- ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনীর কমান্ডার ,
প্রবীণ ন্যাপ নেতা বীর মুক্তিযোদ্ধা কুমিল্লার বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক
ব্যাক্তিত্ব প্রয়াত মোঃ জাকির হোসেন স্মরণে কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায়
স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা
আলহাজ্ব ওমর ফারুকের সভাপতিত্বে কুমিল্লা টাউন হল বীরচন্দ্রনগর মিলনায়তনে
স্মরণ সভায় অংশ নেন মরহুম জাকির হোসেনের পরিবারের সদস্য, কেন্দ্রীয় ন্যাপ
নেতৃবৃন্দ, রাজনৈতিক সতীর্থ-অনুসারী, অন্যান্য রাজনৈতিক দলের নেতা-কর্মী,
সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং শুভাকাঙ্খিরা। স্মরণসভায় অন্তত ৩৫ জন বিশিষ্ট
বক্তা মোঃ জাকির হোসেনের বর্ণাঢ্য জীবন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, রাজনীতি
এবং সমাজসেবামূলক কর্মকা- নিয়ে আলোচনা করেন। এসময় মিলনায়তনে উপস্থিত ছিলেন
কুমিল্লা ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মোঃ জাকির হোসেনের
শুভাকাঙ্খিরা। বক্তব্য শেষ তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত
করা হয়। সভায় বক্তারা বলেন, মোঃ জাকির হোসেন একজন দেশপ্রেমিক, সহজ-সাহসী
এবং দক্ষ সংগঠক ছিলেন। তাঁর হাত ধরে মুক্তিযুদ্ধ এবং যুদ্ধ পরবর্তী সময়ে
বাংলাদেশের ‘ন্যাপ’ রাজনীতিতে পরিবর্তনের ছোঁয়া এসেছে। দেশের মেহনতি
মানুষের জন্য মোঃ জাকির হোসেনের রাজনৈতিক কর্মকান্ড নিয়োজিত ছিলো।
এছাড়া
তিনি কুমিল্লায় বিভিন্ন সামাজিক কাজেও নিজেকে প্রত্যক্ষ ভাবে জড়িত রেখেছেন।
আমরা তাঁর আত্মার মাগফেরাত কামনা করি এবং তাঁর রাজনৈতিক আদর্শকে সম্মান
জানাই। জাকির হোসেন স্মরণ পর্ষদের সদস্য সচিব এডভোকেট শহীদুল হক স্বপনের
সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ দেবনাথের পাঠানো
লিখিত শোকবার্তা পড়ে শুনান ন্যাপ প্রেসিডিয়াম সদস্য আলিজা হাসান। এছাড়া আরো
বক্তব্য রাখেন কেন্দ্রিয় ন্যাপ প্রেসিডিয়াম সদস্য এডভোকেট এনামুল হক,
ন্যাপ নেতা মোহাম্মদ আলী ফারুক, কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ড.
মোসলেহ উদ্দিন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ মোঃ রুহুল আমিন,
মুক্তিযোদ্ধা নাসিরুল ইসলাম চৌধুরী লেখক ও গবেষক ড. আলী হোসেন চৌধুরী,
সাংবাদিক আবুল হাসনাত বাবুল, কেন্দ্রিয় ন্যাপ নেতা পরিতোষ দেবনাথ, ইস্টার্ন
মেডিকেল কলেজের পরিচালক শাহ মোঃ সেলিম, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক
জিএস জাকির হোসেন, সিপিবি কুমিল্লার সাধারণ সম্পাদক কমরেড পরেশ কর, টাউন
হলের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, ঐক্য ন্যাপের সাংগঠনিক সম্পাদক
নাসির উদ্দিন বাদল, কুমিল্লা মহানগর আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম শিকদার,
কুমিল্লা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, ন্যাপ চট্টগ্রাম
বিভাগীয় সম্পাদক নিধুল দাস গুপ্ত, বেগম রোকেয়া পদক প্রাপ্ত নারী নেত্রী
পাঁপড়ি বসু, মুক্তিযোদ্ধা লোকমান হাকিম, লেখক ও গবেষক এডভোকেট গোলাম ফারুক,
কুমিল্লা উত্তর জেলা ন্যাপ সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান ফুল মিয়া,
মহানগর আওয়ামী লীগ নেতা নূর উর রহমান মাহমুদ তানিম, ন্যাপ উত্তর জেলা
সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, সাংস্কৃতিক সংগঠক ফরিদ উদ্দিন সিদ্দিকী,
হার্টকেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ, জাপা নেতা
হুমায়ুন কবির মোহন, ন্যাপ গেরিলা ডা. আবু আইয়ুব হামিদ, ট্রেড ইউনিয়ন নেতা
আনোয়ার হোসেন, আইনজীবী সৈয়দ নুরুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মঞ্জুরুল
আজিম পলাশ,তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষায় জাতীয় কমিটির
কুমিল্লার সদস্য মবিুল ইসলাম তানভীর, গণসংহতি আন্দোলনের কুমিল্লার সমন্বয়ক
ইমরাদ জুলকারনাইন ইমন, ছাত্র সমিতির সভাপতি উম্মে হাবিবা শিপু, ছাত্র
ইউনিয়ন কুমিল্লার আহ্বায়ক মেহেদী হাসান প্রমুখ।
স্মরণসভায় আগত সবাইকে
ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক ও
মুক্তিযুদ্ধের গবেষক আবুল কাশেম হৃদয়। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন
গবেষক আহসানুল কবীর, প্রথম আলোর স্টাফ রিপোর্টার গাজিউল হক সোহাগ ও মরহুমের
ভাই দেলোয়ার হোসেন টুটুল।
অনুষ্ঠানের মাঝে প্রয়াত জাকির হোসেনের জীবন ও কর্মকা- নিয়ে নির্মিত তথ্য চিত্র প্রদর্শন করা হয়।