জরুরি অবতরণের পর উল্টে গেল প্রশিক্ষণ বিমান
Published : Wednesday, 17 March, 2021 at 12:00 AM
‘যান্ত্রিক ক্রুটির কারণে’ রাজশাহীর তানোর উপজেলায় একটি প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণের পর উল্টে গেছে। এতে দুই শিক্ষানবিস পাইলট সামান্য আহত হলেও ‘শঙ্কামুক্ত’ রয়েছেন।
সহকারী পুলিশ সুপার (তানোর-গোদাগাড়ী সার্কেল) আব্দুর রাজ্জাক বলেন, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে তালন্দ ইউনিয়নের লালপুর গ্রামে একটি আলুক্ষেতে বিমানটির জরুরি অবতরণ করা হয়।
তিনি বলেন, “যান্ত্রিক ক্রুটির কারণে বাংলাদেশ ফ্লাইং একাডেমির এসটি এজিজি প্রশিক্ষণ বিমানটির জরুরি অবতরণের সময় আছড়ে পড়ে। এই সময় সামনের চাকা ভেঙে বিমানটি উল্টে যায় বলে জানা গেছে।”
খবর পেয়ে দমকল কর্মী ও পুলিশ উদ্ধার অভিযান চালায় বলে জানান তিনি।
আব্দুর রাজ্জাক আরও বলেন, “আহত দুই শিক্ষানবিশ পাইলট মবিন ও মাহফুজকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা এখন আশঙ্কামুক্ত।”