দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত শ্রীলঙ্কা
Published : Thursday, 25 March, 2021 at 12:00 AM
মিতব্যয়ী
বোলিংয়ের পর ব্যাটিংয়েও দারুণ উজ্জ্বল রাহকিম কর্নওয়াল। ওয়েস্ট ইন্ডিজের
প্রথম ইনিংসে সর্বোচ্চ রান দীর্ঘকায় এই ক্রিকেটারের। আর কর্নওয়ালের ৬১
রানের ঝলমলে হাফসেঞ্চুরিতে প্রথম ইনিংসে ২৭১ রান করে ১০২ রানের লিড নেয়
ক্যারিবীয়রা। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুর্দান্ত করছে সফরকারী
শ্রীলঙ্কা।
৪ উইকেটে ২৫৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে
শ্রীলঙ্কা। ইতোমধ্যে ১৫৩ রানের লিড নিয়েছে লঙ্কানরা, হাতে এখনো আছে ৬
উইকেট। ধনঞ্জয়া ডি সিলভা ৪৬ ও পাথুম নিসাঙ্কা ২১ রানে ব্যাট করছেন।
এছাড়া
ওসাদা ফরনান্দো ৯১ ও লাহিরু থিরিমান্নে ৭৬ রানের ইনিংস খেলেছেন।
ক্যারিবীয়দের পে কেমার রোচ ও কাইল মেয়ার্স ২টি করে উইকেট লাভ করেছেন।
এর আগে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে ১৬৯ রানে অলআউট হয়। জবাবে ক্যারিবীয়রা করে ২৭১ রান।